ডোপ টেস্টে পজিটিভ হওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের দৌড়বিদ টাইসন গে (৩১) এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। পাশাপাশি ২০১২ সালের লন্ডন অলিম্পিকে জয় করা রূপার পদকও ফিরিয়ে দিতে হবে তাকে। দেশটির অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন টাইসন গের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন এই দৌড়বিদ ২০১২ সালে ডোপ টেস্টে পাস করতে ব্যর্থ হন। তবে গত বছর অর্থাৎ ২০১৩ সালে টেস্টে উত্তীর্ণ হন তিনি। গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপের সময় ডোপ টেস্টের জন্য তার মূত্র ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এই হিসেবে তার এক বছরের শাস্তির মেয়াদ শুরু হবে গত বছরের ২৩ জুন থেকে।