পর্তুগাল ওপেনে ডাবলসে চ্যাম্পিয়ন হলেন সানিয়া মির্জা। কারা ব্ল্যাককে সঙ্গে নিয়ে ডাবলস খেতাব ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয় টেনিস তারকা। গতকাল শনিবার ফাইনালে এভা হার্ডিনোভা-ভ্যালেরিয়াকে সরাসরি ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে দিয়েছেন সানিয়ারা।
চেক -রাশিয়ান জুটিকে হারাতে সানিয়ারা সময় নিয়েছেন এক ঘণ্টা ১৮ মিনিট। এদিন প্রথম সেটে একটু বেগ পেয়েছিলেন সানিয়ারা। কিন্তু দ্বিতীয় সেটে বেশ দক্ষতার পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। সানিয়া-কারা জুটি এই নিয়ে মরশুমের তৃতীয়বার ফাইনালে খেললেন।