প্রথম দল হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে উঠল প্রাইম ব্যাংক সাউথ জোন। গতকাল বিকেএসপিতে আবদুর রাজ্জাকের দল ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ৬ উইকেটে হারায়। এই জয়ে ৩ ম্যাচে প্রাইম ব্যাংকের পয়েন্ট ৪১। তবে দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে উঠবে তা নিশ্চিত হয়নি এখনো। বিসিবি নর্থ জোন ও ওয়াল্টন সেন্ট্রাল জোন _দুই দলের সামনেই সুযোগ রয়েছে। তবে নর্থ জোনের চেয়ে সেন্ট্রাল জোনের সম্ভাবনা কিছু কম। কেননা ফাইনালে খেলতে হলে নর্থ জোনের ড্র হলেই চলবে। তবে সেন্ট্রাল জোনের জয় ছাড়া উপায় নেই।
বিকেএসপির ৪নং ভেন্যুর ম্যাচটিতে যে ফল হবে তা প্রথম দিন বোঝা গিয়েছিল। প্রথম ইনিংসে ইসলামী ব্যাংক ইস্ট জোন মাত্র ১৩৫ রানে অলআউট হওয়ার পর তাদের পরাজয়টাও অবধারিত হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল তারা। কিন্তু শুরুটাও হয়েছিল দুর্দান্ত। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত সাউথ জোনকে ১০১ রানের বেশি টার্গেট দিতে পারেনি। আর এই সহজ টার্গেটে পৌঁছাতেও টপ অর্ডারের চার চারজন ব্যাটসম্যানকে হারায় সাউথ জোন। তবে সাউথ জোনের এই জয়ে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের ভূমিকাই বেশি। তারপরেও প্রথম ইনিংসে ইস্ট জোনকে দ্রুত অলআউট করার পর সাউথ জোনের ব্যাটসম্যানরা ৩৭৬ রানের বড় সংগ্রহ করেছিল। যা দ্বিতীয় ইনিংসে বোলারদের উৎসাহ যুগিয়েছে। অবশ্য ইস্ট জোনের ব্যাটিং ধস নামিয়েছে এক রাজ্জাকই। জাতীয় দলের এই তারকা স্পিনার দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাজ্জাক। তবে কালকের দিনটি সাদমান ইসলামের জন্য ছিল খুবই হতাশার। একে তো তার দল ইস্ট জোন হেরেছেই, নিজেও মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। আগের দিন ৫৬ রানে অপরাজিত থাকা সাদমান কাল আউট হওয়ার আগে করেছেন ৯৮ রান।
ওয়াল্টন সেন্ট্রাল জোন পয়েন্ট তালিকার শীর্ষ থেকেই তৃতীয় রাউন্ড শুরু করেছিল। কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিংয়ে পিছিয়ে পড়ায় তাদের ফাইনালের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। তবে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে সেন্ট্রাল জোনকে ম্যাচে ফেরান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ইলিয়াস সানি ঘূর্ণিতে তো ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে তারা। আজ জিতলেই মাহমুদুল্লাহদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে নর্থ জোনের অধিনায়ক নাসির হোসেনও চিন্তা মুক্ত নন। কেননা প্রথম ইনিংসে যে ব্যাটসম্যানরা রানের পাহাড় গড়েছিলেন, তারাই কিনা দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট। কাল একমাত্র ফরহাদ রেজা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই সেন্ট্রাল জোনে বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। তারপরেও ফরহাদ রেজাকে হতভাগা-ই বলতে হয়! কেননা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার। তবে চমক দেখিয়েছেন সেন্ট্রাল জোনের স্পিনার ইলিয়াস সানি। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে নর্থ জোনের ৪৫৭ রানের জবাবে সেন্ট্রাল জোন করে ২৭৮ রান। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন ১০৫ রানের হার না মানা ইনিংস। ৬ উইকেট নিয়েছেন নর্থ জোনের তাইজুল।
দ্বিতীয় ইনিংসে নর্থ জোন মাত্র ৮৭ রানে অলআউট হওয়ার সেন্ট্রাল জোনের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৬৬ রান। কিন্তু তৃতীয় দিন শেষে দলীয় সংগ্রহে ১ রান যোগ হতেই জাতীয় লিগের সেরা তারকা মজিদের উইকেট হারায় সেন্ট্রাল জোন। জয়ের জন্য শেষ দিনে তাদের টার্গেট ২৬৫ রান। হাতে রয়েছে ৯ উইকেট।