গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগ বয়কট করেছিল চার ক্লাব মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং। যাক তারা না খেললেও সুষুমভাবেই লিগের পর্দা নেমেছিল। এবার প্রথম বিভাগ লিগেও দুই ক্লাবের অংশ না নেওয়ার কথা শোনা যাচ্ছে। ফেডারেশনের শিডিউল অনুযায়ী ১১ মে থেকে এ লিগ শুরু হওয়ার কথা। ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইউসুফ আলী বলেন, আমাদের আশা ছিল প্রথম বিভাগ লিগে ১১টি দল অংশ নেবে। কিন্তু ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ও উত্তরা হকি ক্লাবকে চিঠি দিয়ে লিগ খেলার আহ্বান জানালেও তারা এখন পর্যন্ত চিঠির উত্তর বা এন্ট্রি ফি দেয়নি। শুধু তাই নয় দুদল লিগ কমিটির কোনো সভাতেও আসেননি। এ কারণে আমরা দুই দলকে বাদ রেখেই ফিকশ্চার করতে বাধ্য হয়েছি। ইউসুফ বলেন, বর্ণক সমাজ, পুলিশ এসসি শান্তিনগর, মুক্ত বিহঙ্গ, কম্বাইন্ড স্পোর্টিং, শিশু কিশোর, ফরাশগঞ্জ ব্যাচেলার্স স্পোর্টিং ও রেলওয়ে এ নয়টি দল এবার লিগে অংশ নিচ্ছে। প্রথম পর্বের পর শীর্ষে থাকা চার দলকে নিয়ে সুপার ফোর অনুষ্ঠিত হবে। রমজানের আগেই প্রথম ছাড়াও দ্বিতীয় বিভাগ লিগ শেষ হবে বলে তিনি আশা করছেন। এদিকে কম্বাইন্ড স্পোর্টিং লিগে অংশ নিলেও অভিযোগ রয়েছে ক্লাবের ঊধর্্বতন এক কর্মকর্তার অনুপস্থিতিতে ফেডারেশনের প্ররোচণায় নতুন কমিটি গঠন করে। কেননা আগে কমিটির সিদ্ধান্ত ছিল কম্বাইন্ড লিগ বয়কট করবে। হকি ফেডারেশন অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে কোনো ক্লাবের কমিটি গঠনের পেছনে তাদের হাত নেই। তাছাড়া কম্বাইন্ড লিগ বয়কট করবে এ তথ্য তারা কখনো শোনেনি। এ ক্লাব হকির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে লিগে অংশ নিচ্ছে। একটি বিশেষ মহল মিথ্যার আশ্রয় নিয়ে ফেডারেশনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে।