নতুন এক মডেলের সঙ্গে প্রনয়ের সম্পর্ক গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্নের। ড্যানি মিনোগির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ওয়ার্ন। একই সঙ্গে তার প্রথম স্ত্রী সিমোনি ক্যালহানের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন ওয়ার্ন।
এদিকে, এক বছরও হয়নি ছাড়াছাড়ি হয়েছে এলিজাবেথ হার্লির সঙ্গে। গত বছরের এপ্রিলেই দ্বিতীয় স্ত্রী হার্লির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার।
সম্প্রতি ওয়ার্ন তার টুইটারে মিনোগির সঙ্গে তার ছবি পোস্ট করেছেন। এছাড়াও বিভিন্ন স্ট্যাটাসে মিনোগীর কথা উল্লেখ করেছেন ওয়ার্ন।