ভীষণ মর্মাহত জ্যামাইকান বিদ্যুৎ উসাইন বোল্ট। তার প্রিয় কমলা রঙের জুতা জোড়া চুরি হয়ে গেছে। দক্ষিণ লন্ডনের সবচেয়ে বড় শহর ক্রয়ডনে এ ঘটনা ঘটেছে বলে সাড়ে তিন মিলিয়ন ভক্তকে টুইট করেছেন বোল্ট। চোরকে উদ্দেশ করে জুতা জোড়া ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে টুইট করেছেন বিশ্বের দ্রুততম মানব। জ্যামাইকান অ্যাথলেট লিখেছেন, 'আমি জানি আপনি আমার ভক্ত। আপনি আমাকে অনেক ভালোবাসেন। কিন্তু তারপরেও কেন আমার খুব পছন্দের জুতা জোড়া চুরি করলেন। তবে আমার বিশ্বাস আপনি ভুল করে চুরি করেছেন। আশা করছি আপনি জুতা জোড়া ফিরিয়ে দিয়ে যাবেন।' তবে কেউ জুতা জোড়ার খোঁজ পেলে পুলিশকে জানাতে বলা হয়েছে। তার চুরি যাওয়া জুতার দাম ২০ হাজার পাউন্ড।