অবশেষে জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। কাল দিল্লি ডেয়ার ডেভিলসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় সাকিবরা। কলকাতার ৮ ম্যাচে তৃতীয় জয় এটি।
কাল দিলি্লর ফিরোজ শাহ কোটলায় ব্যাটিং করার সুযোগই পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বোলিংয়ে ঠিকই বাজিমাত করেছেন। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। তবে ম্যাচ সেরা হয়েছেন নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। ৫৬ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন নাইট দলপতি।
কাল নাইটদের বড় জয়ে বড় অবদান ছিল সাকিব আল হাসানের। বোলিংয়ে তিনি দারুণ চমক দেখিয়েছেন। অন্য বোলাররা যেখানে রান দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন সেখানে সাকিব ছিলেন ব্যতিক্রম। দিয়েছেন মাত্র ১৩ রান। অথচ কাল সুনীল নারাইনের মতো তারকা স্পিনারও চার ওভারে দিয়েছেন ৩৮ রান। সাকিবের হিসাবি বোলিংয়ের জন্যই কাল ১৬০ রানের বেশি করতে পারেনি দিলি্ল ডেয়ার ডেভিলস। তবে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার শুরুটা হয়েছিল দারুণ।