জাহিদকে নিয়ে সন্দেহ
ফুটবলার জাহিদকে সন্দেহের চোখে দেখছেন মোহামেডানের কর্মকর্তারা। প্রায় ৩৬ লাখ টাকার বিনিময়ে দেশের এ তারকা ফুটবলার এবার শেখ রাসেল ছেড়ে মোহামেডানে যোগ দেন। ক্লাবের ভাষ্য অনুযায়ী পারিশ্রমিকের পুরো অর্থই জাহিদকে পেমেন্ট করা হয়েছে। এ ছাড়া বোনাসও রয়েছে। অথচ এর পরও চলতি মওসুমে জাহিদকে তার চেনারূপে জ্বলে উঠতে দেখা যাচ্ছে না। ইনজুরি না থাকার পরও তার এমন পারফরম্যান্স নিয়ে ক্লাব সন্দেহ করছে ইচ্ছা করেই তিনি খারাপ খেলছেন। জানা গেছে, সুস্থ থাকলেও আজ শেখ জামালের বিপক্ষে সেরা একাদশে জাহিদকে না-ও দেখা যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওর পরিবর্তে আমরা ওয়াহেদকে নামাব। কেননা ছেলেটা মাঠে জান-প্রাণ দিয়ে লড়ে।
সভাপতি জানেন না
১১ মে থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লিগ শুরু হচ্ছে। নয়টি দল নিয়ে ম্যাচের ফিকশ্চার চূড়ান্ত করা হয়েছে। ভিক্টোরিয়া ও উত্তরা হকি ক্লাব লিগে অংশ নিচ্ছে না। ভিক্টোরিয়ার মতো ঐতিহ্যবাহী ক্লাব কেন খেলছে না তা জানতে ক্লাব সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিক্টোরিয়া কেন খেলছে না তা আমিও জানি না। হয়তো কোনো কারণ রয়েছে। পুরো বিষয়টি ক্লাব সাধারণ সম্পাদকের নিশ্চয়ই জানা আছে।
শ্রেষ্ঠ প্রশাসক
শ্রেষ্ঠ প্রশাসক হিসেবে ষষ্ঠ কাগজকলম বিজনেস অ্যাওয়ার্ড পেলেন ক্রীড়া ব্যক্তিত্ব মো. ইয়াহিয়া। সোমবার বিএমএ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরীর হাত থেকে এ পুরস্কার নেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া। ক্রীড়াঙ্গনে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার সুবাদে তিনি এ পুরস্কার পান।
ওয়ারীর জয়
প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে সহজ জয়ের মুখ দেখছে ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাব। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে তারা ৩-০ গোলে বাড্ডা জাগরণী সংসদকে পরাজিত করে। আরিফ ২, বাবু আমুন ১টি গোল করেন।
ফের যমজ সন্তান
আগের দুই সন্তান রিভা ও রোজ। দুজনেই মেয়ে। ২০০৯ সালে জন্ম নেওয়া এই দুই কন্যা সন্তান 'অল টাইম' গ্রেট টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের যমজ। পাঁচ বছর পর বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড় ফেদেরার আবারও পিতা হলেন। এবারও পিতা হলেন যমজ সন্তানের। যমজ সন্তান দুটি আবার পুত্র সন্তান। নাম লিও ও রেনি।
একটু আগে ভাগেই পৃথিবীর আলো দেখেছে এবারের যমজ সন্তানেরা। সন্তান দুটির জন্য মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করেন নেন ফেদেরার। ফের যমজ সন্তানের পিতা হয়ে উচ্ছ্বসিত ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী টুইটারে লিখেছেন, 'আমি ও মিরকা খুবই খুশি লিও ও লেনির জন্মের খবর জানাতে পেরে।'
কাম্বলির চমক
চমক দেখালেন ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি। কয়েক বছর আগে প্রেম করে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করেছিলেন আন্দ্রিয়া হিউইটকে। সেই হিউইটকেই গত শনিবার ক্যাথলিক চার্চে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন শচীন টেন্ডুলকারের বন্ধু কাম্বলি। তবে বিয়ে ছিল জাঁকজমকহীন। খুব কম সময়ের মধ্যে সমস্ত আয়োজন করাতে অতিথি তালিকায় বাদ পড়েছেন অনেকেই। পরিবারের বাইরে উপস্থিত ছিলেন কেবলমাত্র অভিনেতা আশুতোষ রানা ও তার স্ত্রী রেনুকা সাহানে।