টোলগে ওজবে ইস্যুতে এখনও অশান্ত মহমেডান স্পোর্টিং। বুধবার কলকাতা হাইকোর্টে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে মামলা করল সাদা-কালো শিবির। অজি স্ট্রাইকারকে কেন খেলার অনুমতি দেওয়া হলো- এই অভিযোগেই মামলা করেছে মহমেডান।
মহমেডান কর্তাদের বক্তব্য, টোলগেকে খেলার অনুমতি দেওয়ার কোনও এক্তিয়ারই নেই ফেডারেশনের। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা জোর করে টোলগেকে খেলিয়েছে।
জানা গেছে, মৌসুমের মাঝপথে মহমেডান ছেড়ে ডেম্পোয় সই করেন টোলগে। চুক্তি অনুযায়ী ডেম্পো-মহমেডান ম্যাচে টোলগেকে নামানো যাবে না। অথচ সেই ম্যাচে অজি স্ট্রাইকারকে নামায় ডেম্পো। মাঠে বল গড়ানোর আগে ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়, টোলগে খেলতে পারবেন। অজি স্ট্রাইকারের গোলেই সেই ম্যাচ জিতেছিল ডেম্পো। তা নিয়ে ক্ষিপ্ত মহমেডান কর্তারা। এদিন তারা ফেডারেশনের বিরুদ্ধে মামলা ঠুকেছে।
এছাড়া আই লিগের শেষ ম্যাচগুলো একই সময়ে ফেলার জন্য অনুরোধ করেছিল মহমেডান। ফেডারেশন সেই অনুরোধও মানেনি। এই মর্মে মহমেডান ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার কাছে চিঠিও পাঠায়। সেই উত্তর পছন্দ না হলে ফের কোর্টের দ্বারস্থ হবে মহমেডান।