শিরোপার আশা অনেকটাই শেষ হয়ে গেল মোহামেডানের। কাল শেখ জামালের বিরুদ্ধে ৩-০-তে হেরে কার্যত লিগ থেকেই ছিটকে গেল মতিঝিলের দলটি। ১৪ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথটা আরও পরিষ্কার করল শেখ জামাল। ধানমন্ডির ক্লাবটিকে জয় এনে দিলেন দুই বিদেশি ফুটবলার। নাইজেরিয়ান তারকা অ্যামেকা ডার্লিংটন একাই দুই গোল করেন। সনি নর্দে নিজে এক গোল করলেও বাকি দুই গোলের নেপথ্য নায়ক ছিলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও হাইতির এ তারকা ফুটবলার বললেন, গোলে যে কোনোভাবে অবদান রাখতে পারাটাই আসল। সনি বলেন, 'আমি কয়টা গোল করেছি তা বড় বিষয় নয়। দল জিতেছে এটাই আসল। আজ আমরা অনেক ভালো খেলেছি। বেশকিছু গোলও মিস করেছি। তবে জয় পাওয়ায় ভালো লাগছে।'
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানকে নিয়ে যেন রীতিমতো ছেলেখেলা করল শেখ জামাল ধানমন্ডি। পুরো ম্যাচে একটি মাত্র আক্রমণ ছাড়া কোনো ঝলকই দেখাতে পারেনি সাদা-কালোরা। অন্যদিকে একের পর এক আক্রমণ করে মোহামেডানের রক্ষণ দুর্গ মুহুর্মুহু কাঁপিয়ে দিয়েছে শেখ জামাল। কাল অন্তত হাফ ডজন গোল মিস করেছে সনি-ওয়েডসনরা।
খেলার ১২ মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি। গোল করেন সনি নর্দে। কেষ্টকুমারের কাছ থেকে বল পেয়ে ডি-বঙ্রে বাইরে থেকে চমৎকার শট সনির। বোকা বনে যান মোহামেডানের গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু। দ্বিতীয় গোলটি আসে ২২ মিনিটে। বাম পাশ থেকে সনি নর্দের ক্রস, ডার্লিংটনের শটে গোল। ৬১ মিনিটে আবারও সনি-ওয়েডসনের দারুণ কম্বিনেশন। অতঃপর দুর্দান্ত শটে গোল করেন ডার্লিংটন। শেখ জামালের তিন বিদেশি কাল মোহামেডানকে লজ্জায় ডুবিয়েছে। আসলে শেখ জামাল নামটাই যেন মোহামেডানের কাছে আতঙ্ক। ধানমন্ডির ক্লাবটি নতুন নামে আত্দপ্রকাশের পর কখনো মোহামেডানের কাছে হারেনি। লিগের প্রথম রাউন্ডের দুই দলের দেখায় ১-১ গোলে ড্র হয়। তবে ওই ম্যাচে দারুণ খেলেছিল মোহামেডান। নির্ধারিত সময় এগিয়ে থেকেও অতিরিক্ত গোল খেয়ে ম্যাচে সমতা এসেছিল। কিন্তু কালকের ম্যাচে সেই মোহামেডানকে খুঁজেই পাওয়া গেল না। ম্যাচে এমিলিরা যেন সারাক্ষণ শুধু শেখ জামালের ফুটবলারদের পিছনে পিছনে দৌড়ে বেড়িয়েছেন।
কাল মোহামেডান নিশ্চিত একটি গোলের সুযোগ তৈরি করে প্রথমার্ধের শেষ মিনিটে। অরূপকুমারের শট শেখ জামালের সাইড বারে গেলে ফিরে আসে। প্রথমার্ধের ইনজুরির সময় মোহামেডানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ওয়েডসন। ৩৮ মিনিটে আরও একটি নিশ্চিত সুযোগ নষ্ট করে সনি নর্দে। দ্বিতীয়ার্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেছেন সনি-ডার্লিংটন-ওয়েডসনরা। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই, বরং মোহামেডানের কাছ থেকে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করতে পেরেই খুশি শেখ জামালের ফুটবলাররা।