জুনে ভারত সিরিজ। তার আগে যে কোনো উপায়ে কোচ চাই-ই বোর্ডের। তাই মরিয়া পাঁচ সদস্যের স্পেশালিস্ট কমিটি। মুশফিকুর রহিমদের জন্য হেভিওয়েট, না লাইট হেভিওয়েট কোচ নিয়োগ দেবে বোর্ড- তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছেন কমিটির সদস্যরা। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেননি। বিসিবি যখন ব্যস্ত কোচের সন্ধানে, তখন আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল। পাঁচ দিনের ফাইনালে মুখোমুখি হচ্ছে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। চ্যাম্পিয়ন প্রাইজমানি ৩৫ লাখ এবং রানার্স-আপ পাবে ১৫ লাখ টাকা। সেরা ক্রিকেটার পাবেন ১ লাখ। ১২ জানুয়ারি শুরু হয়েছিল বিসিএলের দ্বিতীয় আসর। প্রথম দুই রাউন্ড হওয়ার পর শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের জন্য বন্ধ রাখা হয় টুর্নামেন্টটি। প্রায় সাড়ে তিন মাস বন্ধ ছিল টুর্নামেন্টটি। এরপর ৩ মে চার দলের টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড মাঠে গড়ায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টটির দুই ফাইনালিস্ট নির্ধারিত হয়েছে শেষ রাউন্ডেই। দুই রাউন্ড পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চলকে ৫১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিসিবি উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলকে ফাইনালে তোলেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। তার স্পিন জাদুতেই হেরে যান মাহমুদুল্লাহ রিয়াদরা। ফাইনালে ওঠার লড়াইয়ে মেজাজ ঠিক রাখতে পারেননি মাহমুদুল্লাহ। সেঞ্চুরি করে স্পনসরদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। কোড অব কন্ডাক্ট ভাঙায় তাকে দুই ম্যাচে নিষিদ্ধ এবং এক ম্যাচ ফি কাটা হয়। শেষ রাউন্ডের আরেক ম্যাচে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৬ উইকেটে হারায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে। আজকের ম্যাচে দক্ষিণাঞ্চলের পক্ষে জাতীয় দলের পেসার আল-আমিন খেলবেন। পূর্ণশক্তির দল নিয়েই শিরোপা জিততে খেলবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, জানান কোচ খালেদ মাহমুদ সুজন, 'শেষ ম্যাচ জিতে ক্রিকেটাররা এখন অনেক বেশি আত্দবিশ্বাসী। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আমাদের দল চ্যাম্পিয়ন হওয়ার মতো।' নিজের দলকে আত্দবিশ্বাসী বললেও প্রতিপক্ষ বিসিবি উত্তরাঞ্চলকে খাটো করে দেখছেন না তিনি, 'উত্তরাঞ্চলও ভালো দল। তারা যথেষ্ট শক্তিশালী। তাদের তাইজুল ইসলাম রয়েছেন ফর্মে। ম্যাচের পার্থক্য একাই গড়ে দিতে পারেন তিনি।' তাইজুল এখন পর্যন্ত তিন ম্যাচে ১৪.৬৭ গড়ে উইকেট নিয়েছেন ২৭টি। সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়েও তিনি সবার চেয়ে এগিয়ে। নর্থ জোনের অধিনায়ক নাসির হোসেনও চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন বললেন, 'আমাদের দল যথেষ্ট শক্তিশালী। প্রাইম ব্যাংকও শক্তিশালী দল। জমজমাট একটি ফাইনাল হবে আশা করছি। আমরা জেতার জন্যই খেলব।' বিসিএল ফাইনালের পর কার্যত ২০১২-১৩ মৌসুম শেষ। ক্রিকেট বোর্ড ব্যস্ত হয়ে পড়বে নতুন মৌসুমের জন্য। এর মধ্যে এক মৌসুম বাদ দিয়ে ২০১৪-১৫ মৌসুমের ঘরোয়া পঞ্জিকা প্রকাশ করেছে বিসিবি।