আর মাত্র একটা পয়েন্ট পেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার হবে ম্যানচেস্টার সিটির। বুধবার এডিন জেকোর ডাবল এবং স্টিভেন জুভেটিক ও ইয়া তোরের একটি করে গোলে অ্যাস্টন ভিলাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েই শিরোপা জয়ের উৎসব মঞ্চটা প্রস্তুত করে রাখল ম্যানসিটি। এখন কেবল সেই উৎসবে মেতে ওঠার অপেক্ষা। আগামী রবিবার ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে ম্যানসিটির।
বুধবারের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। তৃতীয় স্থানে থাকা চেলসির সংগ্রহ ৭৯ পয়েন্ট। লিভারপুল সামনের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে জিতলে পয়েন্ট হবে ৮৪। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যানসিটি ড্র করলেও পয়েন্ট হবে ৮৪। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপা জয় করবে ম্যানসিটি। ম্যানসিটির গোল ব্যবধান +৬৩ (১০০-৩৭)। অন্যদিকে লিভারপুলের গোল ব্যবধান +৫০ (৯৯-৪৯)। ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি অবশ্য এতসব হিসাব-নিকাশের মধ্যে যাচ্ছেন না। তিনি সামনের ম্যাচটা জিতে সহজভাবেই শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাততে চান। 'এবার আমরা শিরোপা নিয়ে কথা বলতে পারি। কারণ, সামনের ম্যাচটা জিতলেই আমরা চ্যাম্পিয়ন হবো।' এতদিন লিগ শিরোপা নিয়ে নিশ্চুপ থাকা ম্যানুয়েল পেল্লেগ্রিনি বুধবারের ম্যাচটা জিতে এভাবেই বললেন। গত বুধবারের ম্যাচটা ইত্তিহাদ স্টেডিয়ামে যেভাবে জিতেছে ম্যানসিটি, তার ধারাবাহিকতা ধরে রাখতে চান পেল্লেগ্রিনি সামনের ম্যাচেও। কেবল শিরোপা জয়ের জন্যই নয়, নিজেদের 'সেরা' প্রমাণ করার জন্যই এই জয় চান তিনি। চলতি মৌসুমে ১০০ গোল করেছে ম্যানসিটি। লিভারপুল করেছে ৯৯ গোল। গোল দেওয়ার তালিকায় কাছাকাছি থাকলেও গোল হজমের তালিকায় লিভারপুল ম্যানসিটির চেয়ে অনেক এগিয়ে। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থবারের মতো শিরোপা জয় করতে চলেছে ম্যানচেস্টার সিটি। এর আগে ১৯৩৬-৩৭, ১৯৬৭-৬৮ ও ২০১১-১২ মৌসুমে শিরোপা জয় করেছিল তারা। মানসিনির পর আরও একবার ম্যানসিটিকে শিরোপা জয়ের উচ্ছ্বাস উপহার দিচ্ছেন ম্যানুয়েল পেল্লেগ্রিনি।