স্প্যানিশ মিডিয়ার দাবিটা যথার্থই ছিল। রোনালদো এখন ক্লান্ত। তাকে বিশ্রাম দেওয়া উচিত। বুধবারের ম্যাচে রোনালদো নিজেকে ক্লান্তই প্রমাণ করলেন। কেবল রোনালদো কেন, পুরো রিয়াল মাদ্রিদই যেন ক্লান্ত হয়ে পড়েছে। বুধবার রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে ভ্যালাদলিদের সঙ্গে। এ ড্রয়ের ফলে লা লিগার শিরোপা যোজন যোজন দূরে চলে গেল লস ব্ল্যাঙ্কোসদের কাছ থেকে। শিরোপা জয়ের নিশ্চিত সুযোগ হারাল কার্লো আনসেলত্তির শিষ্যরা। সার্জিও রামোস ৩৫ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন। তবে এ ব্যবধান কার্লো আনসেলত্তির শিষ্যরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না। ৮৫ মিনিটে ভ্যালাদলিদের কলম্বিয়ান স্ট্রাইকার হামবার্তো ওসোরিও গোল করে দলকে সমতা উপহার দেন। ভ্যালাদলিদের মাঠে লা লিগার শিরোপাটাই কি হারিয়ে এলো রিয়াল মাদ্রিদ! সবচেয়ে বড় বিষয়, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেরও তো খুব দেরি নেই (২৪ মে)। লিসবনের সেই ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে একটা দুর্দান্ত দল প্রয়োজন কার্লো আনসেলত্তির। রিয়াল মাদ্রিদের কোচ অবশ্য রোনালদোর বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত নন। তার মতে, রোনালদো সময়মতোই জ্বলে উঠবেন। ভ্যালাদলিদের সঙ্গে ড্রয়ের ফলে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা বার্সেলোনার লা লিগার শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে গেল। ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের গোল ব্যবধান +৫১। সমান ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। কাতালানদের গোল ব্যবধান +৬৭। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।