এশিয়ান দলগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াই বিশ্বকাপের মঞ্চে সবার ওপরে উঠেছে। ২০০২ বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল। এশিয়ানদের আশা-আকাঙ্ক্ষার অনেকটাই জড়িয়ে আছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। ব্রাজিল বিশ্বকাপে 'এইচ' গ্রুপে কোরিয়ানদের প্রতিপক্ষ রাশিয়া, বেলজিয়াম ও আলজেরিয়া। আলজেরিয়ানদের বিপক্ষে এর আগে একবার মুখোমুখি হয়ে জয় নিয়ে মাঠ ছাড়লেও বেলজিয়াম ও রাশিয়ার বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি তারা। বেলজিয়ামের সঙ্গে তিন ম্যাচ খেলে তিনবারই পরাজিত হয়েছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ার সঙ্গে এক ম্যাচ খেলে হেরেছে। শক্তিশালী এই গ্রুপে খেলার জন্য দক্ষিণ কোরিয়ান কোচ হঙ ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন গতকাল। দলে স্থান পেয়েছেন প্রধান স্ট্রাইকার পার্ক চু ইয়াং। ওয়াটফোর্ডের এ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে ২৪ গোল করেছেন। এ ছাড়াও দলে আছেন কু জা চিউল ও লি কিয়ান হো।