কয়েক মাস আগেও ব্রাজিল ছিল ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের সবচেয়ে বাজে অবস্থানে। এমনকি একটা সময় প্রথমবারের মতো বিশের বাইরেও চলে গিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে নেইমারদের দৃঢ়তায় সেই ব্রাজিলই তর তর করে উপরে ওঠে এসেছে। গতকাল প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ২০তম বিশ্বকাপ আয়োজকদের অবস্থান চারে। বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের এই দ্রুত উন্নতি প্রতিপক্ষদের মনে ভয় ধরিয়ে দিতে পারে। তবে কি ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতিটা সম্পন্ন করে নিল লা সিলেকাওরা! এক নম্বর স্থানটি দখল করে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনই। তবে পয়েন্টের ব্যবধান অনেক কমেছে। দুই ও তিন নম্বর স্থানে যথারীতি জার্মানি ও পর্তুগালের অবস্থান। তবে অবনতি হয়েছে আর্জেন্টিনার। এক ধাপ নিচে নেমে আলবেসিলেস্তরা সাত নম্বরে অবস্থান করছে। দশের বাইরেই রয়ে গেছে ইংল্যান্ড (১১), নেদারল্যান্ড (১৫) ও ফ্রান্স (১৬)। ফিফা র্যাঙ্কিংয়ে সাউথ এশিয়ান দল আফগানিস্তান ১২৮, ভারত ১৪৭, মালদ্বীপ ১৫৩, পাকিস্তান ১৫৯, নেপাল ১৬০, বাংলাদেশ ১৬২, শ্রীলঙ্কা ১৭৩ ও ভুটান ২০৭ নম্বরে অবস্থান করছে।