ভুলবো না তোমাদের ভুলবো না বাংলাদেশকে। বেশ আবেগ ভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন বিদায়ী অস্ট্রেলিয়ার কোচ শেন জার্গেন সেন। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করে তিনি আসন্ন ভারত সিরিজ পর্যন্ত থাকতে চেয়েছিলেন। কিন্তু বোর্ড তাতে সাড়া দেওয়াতে তার বিদায় চূড়ান্ত হয়ে যায়। চলে যাবেন কিন্তু শিষ্যদের সঙ্গে দেখা করবেন না তা কি হয়। গতকাল তাই জার্গেন সেন ছুটে এসেছিলেন মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে। কোচের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ছাড়াও কর্মকর্তারা। জার্গেন সেন এমন সময় মুশফিক, সাকিবদের দায়িত্ব নেন যখন বোর্ড কোনো ভাল মানের কোচ খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত জার্গেন সেন রাজী হওয়াতে কর্মকর্তাও ক্রিকেটাররা স্বস্তি¡র নিঃশ্বাস ফেলেছিলেন। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত যার মেয়াদ ছিল। কিন্তু কি কারণে জার্গেন সেন আগে থেকে সরে গেলেন তা স্পষ্ট নয়। অনেকের ধারণা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও সর্বশেষ টি-২০ বিশ্বকাপে টাইগাররা চরম ব্যর্থতার পরিচয় দিলে বোর্ড কর্মকর্তারা কোচের ওপর নাখোশ হন। কেউ কেউ নাকি বিপর্যয় কাটাতে নতুন কোচের কথাও বলেন। এটা সম্ভবত বুঝতে পেরেছিলেন জার্গেনসেন। টি-২০ বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ার সময় নাকি তিনি কোনো কোনো ক্রিকেটারকে বলে যান তোমরা চমকের অপেক্ষায় থেকো।
যাক কেউ যদি থাকতে না চান তাকেতো আর জোর করে রাখা যাবে না। কিন্তু ঢাকায় ফেরার পর অধিনায়ক মুশফিকুর রহিম গুরুকে অনুরোধ রেখেছিলেন সিদ্ধান্ত বদলের। কিন্তু জার্গেনসেন পারিবারিক কারণ দেখিয়ে বলেছিলেন সম্ভব না। বোর্ড সভাপতি কোচের আচমকা পদত্যাগে ক্ষুব্ধ হয়েছিলেন। তা না হলে ভারত সিরিজ পর্যন্ত থাকতে চাইলেও পাপন রাজী হলেন না কেন? চাকরিচ্যুত হওয়ার চেয়ে নিজ থেকে সরে যাওয়ায় আলাগা একটা সম্মান থাকে। গতকাল তাই বোর্ড অফিসে জার্গেনসেনকে বিদায় জানাতে বিশাল কেকও আনা হয়েছিল। জার্গেনসেন, মুশফিক বা কর্মকর্তাদের অনুষ্ঠানে হাসি মুখেই দেখা গেছে। কিন্তু ভেতরে ভেতরে বেদনাও যে ছিল তা চোখে মুখি ফুটে উঠেছিল। হাসি মুখে মুশফিক গুরুর মুখে কেক তুলে দেওয়ার পরই কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। মুশফিক বলেন, ওর সঙ্গে আমার চমৎকার সমঝোতা ছিল। আসলে জার্গেন একজন অসাধারণ মানুষ। তিনি এতটা ফ্রি ছিলেন যে কখনও বুঝায় যায়নি উনি আমাদের শিক্ষক বা গুরু। জার্গেন সেন মুশফিকের দিকে তাকিয়ে বলেন, ভুলব না তোমাদের। ভুলব না বাংলাদেশকে। কখনো যদি সুযোগ হয় অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসব।
শিরোনাম
- মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
- চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ১২ লাখ টাকার ঋণ বিতরণ
- বিশেষ শিশুদের পাশে বসুন্ধরা চক্ষু হাসপাতাল
- শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে
- শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার
- ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন?
- জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু
- রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড
- শ্রীপুরে ঘর থেকে গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ
- তীব্র বর্ষণে দিল্লিতে ফ্লাইট বিলম্ব, ৪টি বাতিল
- ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল
- বলিভিয়ায় স্বর্ণ খনি ধসে নিহত ৫
- মাথার ত্বকের তৈলাক্তভাব দূর করতে যা করবেন
- জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
- ড্রোন কেনায় দুর্নীতি, ইউক্রেনে এমপিসহ একাধিক কর্মকর্তা গ্রেফতার
- ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন
- স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫
- রূপগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
বিদায় অনুষ্ঠানে জার্গেন সেন
বাংলাদেশকে কখনো ভুলব না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর