ভুলবো না তোমাদের ভুলবো না বাংলাদেশকে। বেশ আবেগ ভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন বিদায়ী অস্ট্রেলিয়ার কোচ শেন জার্গেন সেন। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করে তিনি আসন্ন ভারত সিরিজ পর্যন্ত থাকতে চেয়েছিলেন। কিন্তু বোর্ড তাতে সাড়া দেওয়াতে তার বিদায় চূড়ান্ত হয়ে যায়। চলে যাবেন কিন্তু শিষ্যদের সঙ্গে দেখা করবেন না তা কি হয়। গতকাল তাই জার্গেন সেন ছুটে এসেছিলেন মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে। কোচের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ছাড়াও কর্মকর্তারা। জার্গেন সেন এমন সময় মুশফিক, সাকিবদের দায়িত্ব নেন যখন বোর্ড কোনো ভাল মানের কোচ খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত জার্গেন সেন রাজী হওয়াতে কর্মকর্তাও ক্রিকেটাররা স্বস্তি¡র নিঃশ্বাস ফেলেছিলেন। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত যার মেয়াদ ছিল। কিন্তু কি কারণে জার্গেন সেন আগে থেকে সরে গেলেন তা স্পষ্ট নয়। অনেকের ধারণা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও সর্বশেষ টি-২০ বিশ্বকাপে টাইগাররা চরম ব্যর্থতার পরিচয় দিলে বোর্ড কর্মকর্তারা কোচের ওপর নাখোশ হন। কেউ কেউ নাকি বিপর্যয় কাটাতে নতুন কোচের কথাও বলেন। এটা সম্ভবত বুঝতে পেরেছিলেন জার্গেনসেন। টি-২০ বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ার সময় নাকি তিনি কোনো কোনো ক্রিকেটারকে বলে যান তোমরা চমকের অপেক্ষায় থেকো।
যাক কেউ যদি থাকতে না চান তাকেতো আর জোর করে রাখা যাবে না। কিন্তু ঢাকায় ফেরার পর অধিনায়ক মুশফিকুর রহিম গুরুকে অনুরোধ রেখেছিলেন সিদ্ধান্ত বদলের। কিন্তু জার্গেনসেন পারিবারিক কারণ দেখিয়ে বলেছিলেন সম্ভব না। বোর্ড সভাপতি কোচের আচমকা পদত্যাগে ক্ষুব্ধ হয়েছিলেন। তা না হলে ভারত সিরিজ পর্যন্ত থাকতে চাইলেও পাপন রাজী হলেন না কেন? চাকরিচ্যুত হওয়ার চেয়ে নিজ থেকে সরে যাওয়ায় আলাগা একটা সম্মান থাকে। গতকাল তাই বোর্ড অফিসে জার্গেনসেনকে বিদায় জানাতে বিশাল কেকও আনা হয়েছিল। জার্গেনসেন, মুশফিক বা কর্মকর্তাদের অনুষ্ঠানে হাসি মুখেই দেখা গেছে। কিন্তু ভেতরে ভেতরে বেদনাও যে ছিল তা চোখে মুখি ফুটে উঠেছিল। হাসি মুখে মুশফিক গুরুর মুখে কেক তুলে দেওয়ার পরই কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। মুশফিক বলেন, ওর সঙ্গে আমার চমৎকার সমঝোতা ছিল। আসলে জার্গেন একজন অসাধারণ মানুষ। তিনি এতটা ফ্রি ছিলেন যে কখনও বুঝায় যায়নি উনি আমাদের শিক্ষক বা গুরু। জার্গেন সেন মুশফিকের দিকে তাকিয়ে বলেন, ভুলব না তোমাদের। ভুলব না বাংলাদেশকে। কখনো যদি সুযোগ হয় অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসব।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
বিদায় অনুষ্ঠানে জার্গেন সেন
বাংলাদেশকে কখনো ভুলব না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর