ভুলবো না তোমাদের ভুলবো না বাংলাদেশকে। বেশ আবেগ ভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন বিদায়ী অস্ট্রেলিয়ার কোচ শেন জার্গেন সেন। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করে তিনি আসন্ন ভারত সিরিজ পর্যন্ত থাকতে চেয়েছিলেন। কিন্তু বোর্ড তাতে সাড়া দেওয়াতে তার বিদায় চূড়ান্ত হয়ে যায়। চলে যাবেন কিন্তু শিষ্যদের সঙ্গে দেখা করবেন না তা কি হয়। গতকাল তাই জার্গেন সেন ছুটে এসেছিলেন মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে। কোচের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ছাড়াও কর্মকর্তারা। জার্গেন সেন এমন সময় মুশফিক, সাকিবদের দায়িত্ব নেন যখন বোর্ড কোনো ভাল মানের কোচ খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত জার্গেন সেন রাজী হওয়াতে কর্মকর্তাও ক্রিকেটাররা স্বস্তি¡র নিঃশ্বাস ফেলেছিলেন। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত যার মেয়াদ ছিল। কিন্তু কি কারণে জার্গেন সেন আগে থেকে সরে গেলেন তা স্পষ্ট নয়। অনেকের ধারণা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও সর্বশেষ টি-২০ বিশ্বকাপে টাইগাররা চরম ব্যর্থতার পরিচয় দিলে বোর্ড কর্মকর্তারা কোচের ওপর নাখোশ হন। কেউ কেউ নাকি বিপর্যয় কাটাতে নতুন কোচের কথাও বলেন। এটা সম্ভবত বুঝতে পেরেছিলেন জার্গেনসেন। টি-২০ বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ার সময় নাকি তিনি কোনো কোনো ক্রিকেটারকে বলে যান তোমরা চমকের অপেক্ষায় থেকো।
যাক কেউ যদি থাকতে না চান তাকেতো আর জোর করে রাখা যাবে না। কিন্তু ঢাকায় ফেরার পর অধিনায়ক মুশফিকুর রহিম গুরুকে অনুরোধ রেখেছিলেন সিদ্ধান্ত বদলের। কিন্তু জার্গেনসেন পারিবারিক কারণ দেখিয়ে বলেছিলেন সম্ভব না। বোর্ড সভাপতি কোচের আচমকা পদত্যাগে ক্ষুব্ধ হয়েছিলেন। তা না হলে ভারত সিরিজ পর্যন্ত থাকতে চাইলেও পাপন রাজী হলেন না কেন? চাকরিচ্যুত হওয়ার চেয়ে নিজ থেকে সরে যাওয়ায় আলাগা একটা সম্মান থাকে। গতকাল তাই বোর্ড অফিসে জার্গেনসেনকে বিদায় জানাতে বিশাল কেকও আনা হয়েছিল। জার্গেনসেন, মুশফিক বা কর্মকর্তাদের অনুষ্ঠানে হাসি মুখেই দেখা গেছে। কিন্তু ভেতরে ভেতরে বেদনাও যে ছিল তা চোখে মুখি ফুটে উঠেছিল। হাসি মুখে মুশফিক গুরুর মুখে কেক তুলে দেওয়ার পরই কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। মুশফিক বলেন, ওর সঙ্গে আমার চমৎকার সমঝোতা ছিল। আসলে জার্গেন একজন অসাধারণ মানুষ। তিনি এতটা ফ্রি ছিলেন যে কখনও বুঝায় যায়নি উনি আমাদের শিক্ষক বা গুরু। জার্গেন সেন মুশফিকের দিকে তাকিয়ে বলেন, ভুলব না তোমাদের। ভুলব না বাংলাদেশকে। কখনো যদি সুযোগ হয় অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসব।
শিরোনাম
- টঙ্গীতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
- সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে হেফাজতের গণমিছিল
- নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা চরম ধৃষ্টতাপূর্ণ : মামুনুল হক
- অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি : ফয়েজ তৈয়্যব
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- টেসলার সিইও হিসেবে ইলন মাস্ককে পরিবর্তনের খবর মিথ্যা
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
বিদায় অনুষ্ঠানে জার্গেন সেন
বাংলাদেশকে কখনো ভুলব না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর