সদ্য পর্তুগাল ওপেন জয়ী সানিয়া মির্জা ও কারা ব্ল্যাক জুটি হেরে গেলেন মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে। বৃহস্পতিবার মহিলা ডাবলসের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যান সানিয়া ও তাঁর জিম্বাবোয়ে পার্টনার। এক ঘণ্টা ৩০ মিনিটের লড়াইয়ে শীর্ষ বাছাই উই হেশ ও সুই পেং জুটির কাছে হারে ৭-৫, ১-৬, ৮-১০ হারেন পঞ্চম বাছাই সানিয়া-কারা।
সানিয়ার দৌড় শেষ হলেও মাদ্রিদ ওপেনে ভারতীয়দের আশা টিকিয়ে রেখেছেন রোহন বোপন্না। পুরুষ ডাবলসে বাই পেয় দ্বিতীয় রাউন্ডে পৌঁছন বোপন্না ও তাঁর পাকিস্তানি পার্টনার আইসাম-উল-হক কুরেশি।