পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান কি আবারো বাবা হচ্ছেন?
পাকিস্তান জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে ৬১ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে।
একটি টুইটকে কেন্দ্র করে রাজনীতিবিদ বনে যাওয়া সাবেক পাক দলপতিকে নিয়ে এই আলোচনা-সমালোচনার সূত্রপাত হয়।
বেশ কয়েকদিন ধরে পাকিস্তানের রাজনীতির মঞ্চে ইমরান খানের ‘গোপন প্রণয়’ ইস্যু সব আলোচনার কেন্দ্রে। কারণ, সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয় যে পাকিস্তানের শীর্ষ ধনী ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অন্যতম ঘনিষ্ঠ মিয়া মানশার ২১ বছর বয়সী এক কন্যার সঙ্গে নাকি গোপন প্রণয়ে জড়িয়েছেন এক সময়ের প্লেবয় ও তেহরিক ই ইনসাফ পার্টির সভাপতি ইমারন খান।
পাকিস্তান পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়- মিডিয়া আলোচনা এড়াতে ঘটনায় নাম জড়ানো ওই মেয়েকে নাকি ইতিমধ্যেই লন্ডনে পাঠিয়েছে মিয়া মানশা পরিবার। যিনি এখন সন্তান সম্ভবা। দেশটির অনেক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য ইমরান খানের ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, ইমারন খান ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত জেমিয়া গোল্ডস্মিথ নামক একজন ব্রিটিশ ধনকুবেরের মেয়েকে বিয়ে করেন। যিনি আদতে একজন প্রোটোস্ট্যান্ট খ্রিস্টান। তবে ইহুদি বংশোদ্ভূত। এজন্য অনেকে ইমরানের সমালোচনা করে। যদিও প্যারিসে বিয়ের আগে জেমিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ২০০৪ সালে সংসার ভাঙে তাদের। পাকিস্তানে মানিয়ে নিতে না পেরে ফের লন্ডনে ফিরে যান জেমিয়া। তাছাড়া জেমিয়া অধ্যায়ের আগে সিটা হোয়াইট নামক আরেক মার্কিন নারীর সঙ্গেও নাম জড়িয়েছিল ইমরানের।