অস্ট্রেলিয়া থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ২৮ এপ্রিল। ক্রিকেট বোর্ড তা গ্রহণ করে ৫ মে। এর পর থেকেই শেন জার্গেনসেন এখন সাবেক কোচ। গত তিন বছর যে ছাত্রদের নিয়ে ক্লাস করেছিলেন, পরশু সেই ছাত্রদের সঙ্গে শেষবারের মতো দেখা করেন তিনি। কথা বলেন। ভালোবাসা জানান। উপদেশ দেন। মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজারাও তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করেন সাবেক বসের সঙ্গে। দুই পক্ষের সেই সময়টা ছিল আবেগঘন। প্রিয় শিষ্যদের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে জার্গেনসেন পরশু রাতে উড়ে গেছেন জন্মভূমিতে। তার পদত্যাগে অভিভাবকশূন্য হয়ে পড়েন মুশফিকরা। এ শূন্যতা পূরণে মরিয়া হয়ে উঠেছে বিসিবির পাঁচ সদস্যের বিশেষ কমিটি। কমিটি সর্বক্ষণ যোগাযোগ রাখছে হেভিওয়েট, লাইটওয়েটসহ সব ধরনের কোচের সঙ্গে। ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলি, মাইকেল বেভান, টম মুডি, চণ্ডিকা হাতুরাসিংহেসহ সাত-আটটি নাম উঠে এসেছে আলোচনায়। সময়শূন্যতায় ওয়াসিম আকরাম ও সৌরভকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে কমিটির এক পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত আগ্রহীদের মধ্যে দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চণ্ডিকা হাতুরাসিংহে; যিনি এখন নিউ সাউথ ওয়েলসসের কোচ। অবশ্য জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজে দায়িত্ব পালন করতে পারেন স্থানীয় কোচ। গতকাল কোচ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক করেছেন পাঁচ সদস্যের কমিটি।
২০১১ সালের বিশ্বকাপের পর গত তিন বছরে তিনজন কোচ নিয়োগ দেয় বিসিবি। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চাকরি ছেড়েছেন তারা। রিচার্ড পাইবাস ছিলেন সাড়ে চার মাস। স্টুয়ার্ট ল ছয় মাস এবং জার্গেনসেন ১৪ মাস। অথচ জার্গেনসেনর মেয়াদ ছিল ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু হঠাৎই সরে দাঁড়ান তিনি। এতে বিপদে পড়ে যায় বিসিবি। বিপাকে পড়লেও বসে নেই। যোগাযোগ করছে বিভিন্ন জনের সঙ্গে। কমিটি চাইছে ভারত সিরিজের আগেই হেড কোচের নিয়োগ দিতে। কমিটির একজন সদস্য নাম না জানিয়ে বলেন, 'আমরা আপ্রাণ চেষ্টা করছি ভারত সিরিজের আগেই হেড কোচের নিয়োগ দিতে। তবে আমার মনে হচ্ছে তা সম্ভব নয়। তাই ভারত সিরিজ হয়তো স্থানীয় কোচদের দিয়েই চালিয়ে নিতে হবে।' এ ক্ষেত্রে বেশ কয়েকজনের নাম রয়েছে। এরা হলেন খালেদ মাহমুদ সুজন, মিজানুর রহমান বাবুল, মো. সালাউদ্দিন ও সারওয়ার ইমরান। বাবুলকে অবশ্য বাংলাদেশ 'এ' দলের কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ পাঠাচ্ছে বিসিবি। তবে জোরেশোরে শোনা যাচ্ছে সালাউদ্দিনের নাম, যিনি সহকারী কোচ ছিলেন জাতীয় দলের। ওয়াসিম আকরাম ও সৌরভের নাম আলোচনায় আছে। তবে তাদের পাওয়া সম্ভব নয় বলে জানান বিসিবি পরিচালক, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এবং কোচ বাছাই কমিটির অন্যতম সদস্য আকরাম খান। বলেন, 'দীর্ঘ সময়ের জন্য সৌরভ ও ওয়াসিম আকরামকে পাওয়া সম্ভব হবে না। অবশ্য খণ্ডকালীন চাইলে হয়তো তাদের পাওয়া যাবে।' ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান কারও নাম বলতে চাননি, তাদের বাস্তবতার জন্য। আগ্রহীদের অনেকেই কাউন্টি, বিগ ব্যাস, আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে জড়িত। এর মধ্যে শ্রীলঙ্কার পক্ষে ২৬ ও ৩৫ ওয়ানডে খেলা ৩৯ বছর বয়সী হাতুরাসিংহে রয়েছেন দৌড়ে সবার আগে। তিনি বর্তমানে কোচিং করাচ্ছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল নিউ সাউথ ওয়েলসকে। যে দলে খেলেন অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, ডগ বলিনজার, স্টিভ স্মিথদের মতো ক্রিকেটার। প্রোফাইল হেভিওয়েট না হলেও সামর্থ্যে এগিয়ে অনেক এই লঙ্কান।