প্রশ্ন : স্কোয়াশ নিয়ে আপনার স্বপ্ন কী?
স্বপন পারভেজ : বাংলাদেশকে বিশ্বের স্কোয়াশের দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই। পাকিস্তান-ভারতের মতো আমরাও স্কোয়াশ বিশ্বে ভালো অবস্থান তৈরি করতে চাই। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, কাজও করতে হবে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এমনি এমনি সেরা হয়নি, তারা অনেক সুযোগ-সুবিধা পায়। এখন পাকিস্তানের অধিকাংশ প্রদেশেই স্কোয়াশ কমপ্লেঙ্ আছে, ভারতেও তাই। কিন্তু আমাদের গোটা দেশে একটিও কমপ্লেঙ্ নেই। আমি দেখেছি আমাদের দেশে স্কোয়াশের অনেক জনপ্রিয়তা আছে। অনেকেই খেলতেও আগ্রহী। কিন্তু সুযোগ হয় না। এ জন্য খুব দ্রুত একটা স্কোয়াশ কমপ্লেঙ্ দরকার।
প্রশ্ন : বাংলাদেশের র্যাঙ্কিং কত?
স্বপন পারভেজ : বিশ্ব র্যাঙ্কিংয়ে আসতে হলে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে হবে। আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগই পাই না। তারপরও দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও ভারতের পর আমাদের অবস্থান।
প্রশ্ন : ১৭তম এশিয়ান গেমসে আপনার লক্ষ্য কী?
স্বপন পারভেজ : স্বর্ণ জয়ের কথা বললেই তো আর হবে না। দেখতে হবে আমরা কোন পর্যায়ের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা খেলি শুধু স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে, আর পাকিস্তান, ভারত, থাইল্যান্ডের খেলোয়াড়রা সব সময় বাইরের বড় তারকাদের সঙ্গে খেলে। যদি আমরাও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারতাম তাহলে হয়তো জোর গলায় বলতে পারতাম স্বর্ণ জিতব। তারপরেও মনে তো একটা স্বপ্ন আছেই, দেখা যাক কী হয়!
প্রশ্ন : দেশের সেরা স্কোয়াশ তারকা ভাবতে কেমন লাগে?
স্বপন পারভেজ : এটা তো অবশ্যই ভালো লাগার বিষয়। তবে এ জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়। আমি চাই যত দিন স্কোয়াশ খেলব ততদিন যেন সেরা হয়েই থাকতে পারি।
প্রশ্ন : দেশের অধিকাংশ তরুণের স্বপ্ন থাকে ক্রিকেটার কিংবা ফুটবলার হওয়া। কিন্তু আপনি স্কোয়াশের প্রতি ঝুঁকে পড়লেন কীভাবে?
স্বপন পারভেজ : আমি যখন ক্লাস ফাইভে তখনই স্কোয়াশের প্রেমে পড়ে যাই। সোহেল হামিদ ও জগদিশ ভাইরা যখন খেলতেন আমার খুবই ভালো লাগত। আমি খুবই উৎসাহ পেতাম। ভাবতাম বড় হয়ে আমিও স্কোয়াশের বড় তারকা হব। এভাবেই স্কোয়াশের প্রতি ভালোবাসা জন্মে। শুরু করেছি ২০০২ সালে। তবে ২০০৫ সাল থেকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে থাকি। এর মাঝে শুধু দুবার আর ফাইনালে হেরেছি। তা ছাড়া ২০০৫-২০১৪ সাল পর্যন্ত আমি আর কোনো ম্যাচই হারিনি। আমি এখন ৩৯ ম্যাচে টানা জয়ী। তবে ৫০ ম্যাচে অপরাজিত থাকার অনন্য এক রেকর্ড করতে চাই।
প্রশ্ন : আপনার সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি?
স্বপন পারভেজ : অবশ্যই বসুন্ধরা গ্রুপ। আমি বসুন্ধরার হয়ে ২০০৫ সাল থেকে স্কোয়াশ খেলি। সব সময় আমি তাদের কাছ থেকে সহযোগিতা পাই। বসুন্ধরা গ্রুপ আমাকে যেভাবে উৎসাহ-অনুপ্রেরণা দিচ্ছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। গত বছর দেশের স্কোয়াশে একক আধিপত্য বসুন্ধরা গ্রুপের। আমি তাদের উন্নতি কামনা করি।
- সাক্ষাতকারটি নিয়েছেন- মেজবাহ্-উল-হক