ব্রাজিলের পরই রাশিয়ার পালা। বিশ্বকাপের আয়োজন ২০১৮ সালে বসবে রাশিয়ায়। দীর্ঘদিন হয়ে গেলেও প্রস্তুতিতে অনেকটাই পিছিয়ে আছে রুশরা। রাজনৈতিক নানা সমস্যার মুখোমুখি হতে গিয়ে বিশ্বকাপ নিয়ে এখনো ভাবার সময়ই পায়নি পুতিনের রাশিয়া। ২১তম বিশ্বকাপের আয়োজন নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছে ফিফা। আগামী সেপ্টেম্বরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ফিফার জেনারেল সেক্রেটারি জেরোমি ভালকে বলেছেন, 'আমি জানি রাশিয়ায় অনেক ধরনের সমস্যার মুখোমুখি হব আমরা। সেখানে কাজ করাটা খুব সহজ হবে না। এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে রাশিয়ায়।' ২০১৮ বিশ্বকাপে ১১টি শহরের ১২টি স্টেডিয়াম ব্যবহার করবে ফিফা। ২০১২ সালের সেপ্টেম্বরে চূড়ান্তভাবে স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে রাশিয়া। এর মধ্যে মস্কোর দুটি স্টেডিয়াম রয়েছে। এ ছাড়া সেন্ট পিটার্সবার্গ, কালিনিনগ্রাদ, নিঝনি নভগরদ, ভলগোগ্রাদ, ইয়েকাটেরিনবার্গ, সোচি, রোস্তভ অন-ডন, সারানস্ক, সামারা এবং কাজানের একটি করে স্টেডিয়ামে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি স্টেডিয়ামই নতুন করে প্রস্তুত করছে রাশিয়া। বাকি তিনটির মধ্যে দুটিকে সংস্কার করা হবে এবং একটিকে পুনর্নির্মাণ করা হবে।