ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৮ সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন সেপ ব্ল্যাটার। টানা চার টার্মে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পঞ্চমবারের মতো তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালের নির্বাচনে সেপ ব্ল্যাটারই হতে যাচ্ছেন প্রধান প্রার্থী। সেপ ব্ল্যাটার প্রার্থিতা ঘোষণা করার সময় বলেন, 'আমি নির্বাচন করতে চাই কারণ এখনো আমার মিশন সমাপ্ত হয়নি।' ৭৮ বছর বয়সী সেপ ব্ল্যাটার ব্রাজিলিয়ান শহর সাও পাওলোতে ফিফা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা দিতে যাচ্ছেন। সুইস পত্রিকা বি্লক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বলে সংবাদ ছেপেছে। সেপ ব্ল্যাটার ফিফায় যোগ দিয়েছিলেন ১৯৭৫ সালে। ব্রাজিলিয়ান হুয়াও হ্যাভেলেঞ্জের সময়ে দীর্ঘদিন তিনি সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বয়স ৭৮ বছর হলেও এখনো তিনি শক্ত সমর্থ। ফিফা সভাপতির দায়িত্ব দিব্যি পালন করতে পারবেন বলে দাবি করেছেন তিনি।