রজার্স কাপে মেয়েদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে নিজেদের চমৎকারভাবে মেলে ধরলেন ইন্দো-জিম্বাবোয়ে জুটি সানিয়া মির্জা-কারা ব্ল্যাক। সেইসঙ্গে আমেরিকার জোনস এবং এবিগেল স্পিয়ার্স-কে ৬-২, ৬-১ ফলে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠলেন সানিয়ারা।
মাত্র ৫২ মিনিটের লড়াইয়ে জোনসদের ছিটকে দিয়েছেন সানিয়া মির্জা ও তার জিম্বাবোয়ের পার্টনার কারা ব্ল্যাক। প্রথম সেটে কিছুটা লড়াই করেছিলেন আমেরিকান জুটি। কিন্তু দ্বিতীয় সেটে দাঁড়াতেই দেননি তারা।
সেমিফাইনালে চাইনিস তাইপে ও চীনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়বেন সাইনারা। সেমিফাইনালে উঠে উচ্ছ্বসিত সাইনা। তিনি বলেছেন, 'শক্ত লড়াই জিতলাম। সেমিফাইনালে আরও কঠিন লড়াই। সু উইদের বিরুদ্ধে জিততে পারিনি। ওদের হারিয়ে ফাইনালে যেতে চাই। এদিন যেভাবে মেলে ধরেছি। সেমিফাইনালেও একইভাবে খেলতে হবে আমাদের। তাহলেই সফল হব বলে মনে করছি।'
এদিকে পুরুষ এককের ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। তিনি স্পেনের লোপেজকে সেমিফাইনালে হারিয়েছেন।