সূর্যটা সবে পশ্চিমাকাশে হেলে পড়েছে। সন্ধ্যার বাতিগুলো জ্বলে উঠছে ধীরে ধীরে। এমন আধো আলো, আধো অন্ধকার পরিবেশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হঠাৎই উচ্চকিত হয়ে উঠে 'মোহামেডান', 'মোহামেডান' ধ্বনিতে। বিস্মিত হলেন উপস্থিতজনরা। বিস্ময় জাগাই স্বাভাবিক। কেননা প্রিমিয়ার ক্রিকেটের দলবদলে সেই জৌলুশ আর নেই। সেই সরগরমও নেই। নেই সমর্থকদের হৈহুল্লোড়। তাই কাল মোহামেডানের সমর্থকরা যখন স্লোগানে স্লোগানে সরগরম করে তুলছিলেন স্টেডিয়ামপাড়া, তখন আপ্লুত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এতে হয়তো মনে হবে, দলবদলে পুরনো সেই স্মৃতি ফিরে আসছে! ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের ২০১৪-১৫ মৌসুমের পুলের ক্রিকেটারদের দলবদলের দুই ধাপের প্রথমটি শুরু হয়েছে। দুই দিনব্যাপী দলবদলের প্রথম দিনে নাম নিবন্ধন করেছেন জাতীয় দলের ৯ ক্রিকেটার। ঐতিহ্যবাহী মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বরে নাম লিখিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, শফিউল ইসলাম সুহাস, মাশরাফি বিন মর্তুজা, নাঈম ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মো. মিঠুন, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
সবার আগে দলবদল করেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিক। নাম লিখিয়েছেন প্রাইম দোলেশ্বরে। গত মৌসুমে খেলেছিলেন শেখ জামালে। এবার সর্বোচ্চ ৫০ লাখ টাকা পারিশ্রমিকে নাম লিখিয়েছেন শীতলক্ষ্যা পাড়ের দলটিতে। বাজারে গুঞ্জন, দলবদল করে ৫০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন। কিন্তু কাল বিষয়টি অস্বীকার করেছেন। বরং বিরক্ত হয়েছেন মিডিয়ায় সংবাদটি প্রকাশিত হওয়ায়, 'সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছি শুনে ভালোই লাগছে। কিন্তু বিষয়টি সত্য নয়। আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। ৫০ লাখ টাকা কিন্তু কম নয়? টাকা গাছের পাতা নয়, ঝাঁকি দিলেই ঝরবে।' টাইগার অধিনায়কের বক্তব্যে বিস্মিত হন মিডিয়া কর্মীরা। এমন মন্তব্যের পরপরই নিজের বুল বুঝতে পেরে মুশফিক বলেন, 'আমি যে পারিশ্রমিকেই খেলি না কেন, আমাকে সেটা পারফরম্যান্স করে উসুল করে নিতে হবে। সে জন্য আমি সেরাটাই খেলব।' প্রাইম দোলেশ্বরের পুলের বাকি দুই ক্রিকেটার মুমিনুল হক সৌরভ ও শফিউল ইসলাম সুহাস। মুমিনুল গত মৌসুমে দোলেশ্বরেই ছিলেন। শফিউল শেখ জামাল থেকে এসেছেন। আগের রাত পর্যন্ত কলাবাগান ক্রিকেট একাডেমি নিশ্চিত ছিল নাসিরের কাছে। কিন্তু নগদ অর্থ লেনেদেন বনিবনা না হওয়ায় সকালে আবাহনীকে কথা দেন জাতীয় দলের এই ক্রিকেটার। বিনিময়ে প্রায় ২০ লাখ টাকা নগদ অর্থ পেয়েছেন শোনা যায়। আবাহনীতে খেলা প্রসঙ্গে নাসির বলেন, 'অন্য একটি দলের চেয়ে আবাহনীর প্রস্তাব বেশি ছিল। তাই আবাহনীতে নাম লিখেছি। আবাহনীতে খেলতে কে না চায়?' গত বছর চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার ফিরেছেন পুরনো দলে। তার সঙ্গে এসেছেন ফরহাদ রেজা ও পেসার তাসকিন আহমেদও। ইনজুরির জন্য গেল মৌসুম খেলতে পারেননি তাসকিন। এবার জাতীয় দলের ক্রিকেটার প্রথম খেলছেন প্রিমিয়ার ক্রিকেটে। তাই মৌসুমটা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করেন জাতীয় দলের নবীন পেসার, 'জাতীয় দলের ক্রিকেটার হিসেবে এবারই প্রথম প্রিমিয়ার ক্রিকেট খেলছি। কিন্তু আমার কাছে সব খেলাই গুরুত্বপূর্ণ।'
গত মৌসুমে মতিঝিলপাড়ার দলটিতে ছিলেন মাশরাফি। এবারও রয়ে গেছেন। তবে দলবদলের আগে প্রায় ৪০ লাখ টাকার একটি প্রস্তাব পেয়েছিলেন অন্য একটি দল থেকে। কিন্তু কমিটমেন্ট দিয়ে দেওয়ায় পারিশ্রমিক কম হলেও দল বদলাননি। কাল তেমনই বললেন মাশরাফি, 'আমি যখন থেকেই ক্রিকেট খেলছি, তখন থেকেই কমিটমেন্টের ওপর জোর দিয়েছি। আমি মোহামেডান ক্লাবকে আগে কমিটমেন্ট দিয়েছি, তাই অন্য ক্লাবের প্রস্তাব থাকার পরও যাইনি।' মাশরাফির সঙ্গে মোহামেডান দলভুক্ত করেছে নাঈম ও মিঠুনকে। দুজনই গেল মৌসুমে খেলেছেন কলাবাগান ক্রীড়া চক্রে।
আজ দলবদলের দ্বিতীয় দিন। দলবদল করবেন পুলের বাকি ১৪ ক্রিকেটার। ক্রিকেটপাড়ায় গুঞ্জন, গাজী ট্যাংক ও কলাবাগান ক্রিকেট একাডেমি কমিশনে দলবদল করতে চাইছে। তবে সিসিডিএমের কাছে কমিশনে দলবদলের অনুমতি চায়নি ক্লাব দুটি।