ক্রিকেট কি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরে যাচ্ছে? এ প্রসঙ্গটি অনেকদিন ধরে আলোচনা চলছে। মিরপুর শেরেবাংলাতে যখন আধুনিক বা আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হয়েছে সেখানে বঙ্গবন্ধুতে ক্রিকেট ফিরে আসবে না এ ধারণা আবার অনেকেরই। না, ক্রিকেট বোর্ড এখনো নাকি ভিতরে ভিতরে চাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ফিরে আসুক। কিন্তু ফুটবল ফেডারেশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এ ধরনের চেষ্টা চালানো হলে তারা কঠোর আন্দোলনের ডাক দেবে। জাতীয় ক্রীড়া পরিষদ বারবার বলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন ফুটবল হচ্ছে এখানে ক্রিকেট ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। অবশ্য মিরপুরকে যেমন দীর্ঘ বছর লিখিতভাবে ক্রিকেটকে লিজ দেওয়া হয়েছে। সেভাবে ফুটবলকে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ লিখিতভাবে কিছু দেয়নি। বাফুফের নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বাবুল বলেন, অবশ্যই লিখিতভাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবলকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরেকজন অবশ্য বলেন, এখানে লিখিত বা অলিখিতের প্রশ্ন উঠবে কেন। মিরপুরে যখন ক্রিকেট হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুতে ফুটবল হবে। না, এখানে আবার ঘাপলাও আছে। কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামকে কিন্তু একক ফুটবলকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। যেহেতু এখানে আধুনিক অ্যাথলেটিক্স টার্ফ বসানো হয়েছে। সে কারণে এই স্টেডিয়াম অ্যাথলেটিক্সের বিভিন্ন আসর অনুষ্ঠিত হচ্ছে। কনসার্ট আয়োজনকে ঘিরে দুই ফেডারেশনের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। জানা গেছে, কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে ক্রিকেট উন্নয়নে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বোর্ড সভাপতিকে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। সেখানেই নাকি কথা উঠেছে ঢাকাতে ক্রিকেটের জন্য আরেকটি স্টেডিয়ামের ব্যবস্থা করার। নতুন করে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে যেমন সময়ের দরকার আছে তেমনিভাবে প্রচুর অর্থও লাগবে। প্রধানমন্ত্রী নাকি নিজেই বলেছেন, দেশে এত ক্রিকেট স্টেডিয়াম থাকার পর ঢাকাতে আবার নির্মাণের প্রয়োজন পড়বে কেন। এদিকে আবার শোনা যাচ্ছে যদি ঢাকাতে আরেকটি স্টেডিয়াম হয় তা বঙ্গবন্ধু হওয়ারই সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী আবার চান কোনোভাবেই ফুটবল যেন ক্ষতিগ্রস্ত না হোক। কারও কারও ধারণা প্রধানমন্ত্রী না চাইলেও ক্রিকেটের সঙ্গে এতই প্রভাবশালী ব্যক্তি জড়িত আছেন যারা প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে হাত করে নিতে পারেন। জাতীয় ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বিসিবি প্রধান আদৌ প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু স্টেডিয়াম চেয়েছেন কিনা তা তার জানা নেই। এগুলো গুজবও হতে পারে। তবে তিনি নিশ্চিত করে বলেছেন, আগামী ১০ বছর অন্তত বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই। ভবিষ্যতে কী হবে তা তার জানা নেই।
শিরোনাম
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ফুটবলের বিদায়!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
৪ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার