ক্রিকেট কি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরে যাচ্ছে? এ প্রসঙ্গটি অনেকদিন ধরে আলোচনা চলছে। মিরপুর শেরেবাংলাতে যখন আধুনিক বা আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হয়েছে সেখানে বঙ্গবন্ধুতে ক্রিকেট ফিরে আসবে না এ ধারণা আবার অনেকেরই। না, ক্রিকেট বোর্ড এখনো নাকি ভিতরে ভিতরে চাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ফিরে আসুক। কিন্তু ফুটবল ফেডারেশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এ ধরনের চেষ্টা চালানো হলে তারা কঠোর আন্দোলনের ডাক দেবে। জাতীয় ক্রীড়া পরিষদ বারবার বলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন ফুটবল হচ্ছে এখানে ক্রিকেট ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। অবশ্য মিরপুরকে যেমন দীর্ঘ বছর লিখিতভাবে ক্রিকেটকে লিজ দেওয়া হয়েছে। সেভাবে ফুটবলকে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ লিখিতভাবে কিছু দেয়নি। বাফুফের নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বাবুল বলেন, অবশ্যই লিখিতভাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবলকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরেকজন অবশ্য বলেন, এখানে লিখিত বা অলিখিতের প্রশ্ন উঠবে কেন। মিরপুরে যখন ক্রিকেট হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুতে ফুটবল হবে। না, এখানে আবার ঘাপলাও আছে। কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামকে কিন্তু একক ফুটবলকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। যেহেতু এখানে আধুনিক অ্যাথলেটিক্স টার্ফ বসানো হয়েছে। সে কারণে এই স্টেডিয়াম অ্যাথলেটিক্সের বিভিন্ন আসর অনুষ্ঠিত হচ্ছে। কনসার্ট আয়োজনকে ঘিরে দুই ফেডারেশনের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। জানা গেছে, কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে ক্রিকেট উন্নয়নে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বোর্ড সভাপতিকে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। সেখানেই নাকি কথা উঠেছে ঢাকাতে ক্রিকেটের জন্য আরেকটি স্টেডিয়ামের ব্যবস্থা করার। নতুন করে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে যেমন সময়ের দরকার আছে তেমনিভাবে প্রচুর অর্থও লাগবে। প্রধানমন্ত্রী নাকি নিজেই বলেছেন, দেশে এত ক্রিকেট স্টেডিয়াম থাকার পর ঢাকাতে আবার নির্মাণের প্রয়োজন পড়বে কেন। এদিকে আবার শোনা যাচ্ছে যদি ঢাকাতে আরেকটি স্টেডিয়াম হয় তা বঙ্গবন্ধু হওয়ারই সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী আবার চান কোনোভাবেই ফুটবল যেন ক্ষতিগ্রস্ত না হোক। কারও কারও ধারণা প্রধানমন্ত্রী না চাইলেও ক্রিকেটের সঙ্গে এতই প্রভাবশালী ব্যক্তি জড়িত আছেন যারা প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে হাত করে নিতে পারেন। জাতীয় ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বিসিবি প্রধান আদৌ প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু স্টেডিয়াম চেয়েছেন কিনা তা তার জানা নেই। এগুলো গুজবও হতে পারে। তবে তিনি নিশ্চিত করে বলেছেন, আগামী ১০ বছর অন্তত বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই। ভবিষ্যতে কী হবে তা তার জানা নেই।
শিরোনাম
- ‘যে কোনো সময় হামলা চালাবে ভারত, পাল্টা প্রতিঘাতে প্রস্তুত পাকিস্তান’
- পঞ্চগড়ে অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে কলেজ ছাত্রীদের বিক্ষোভ
- নেত্রকোনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
- গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা
- রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজধানীতে এক রাতে চার অস্বাভাবিক মৃত্যু
- বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার
- ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ খালেদা জিয়ার
- শামিকে প্রাণনাশের হুমকি, ১ কোটি রুপি দাবি
- সিন্ধু চুক্তি স্থগিতকে মানবতাবিরোধী অপরাধ বললেন বিলওয়াল ভুট্টো
- চাঁপাইনবাবগঞ্জে আম ব্যাবসায়ী-চাষী-উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- সাবেক ডিবি প্রধান হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- উপাচার্যের অপসারণ দাবিতে ববির প্রশাসনিক ভবনে তালা
- রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
- সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে বদলি
- বিমান বাহিনীর সাবেক প্রধানের জমিসহ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
- সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
- একদিনে চার দেশে হামলা চালাল ইসরায়েল
বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ফুটবলের বিদায়!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর