প্রথম রান
বাংলাদেশ এখন নিয়মিত টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ম্যাচে অংশ নিচ্ছে। ১৯৮৪ সালে ৩১ মার্চ বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ম্যাচে ৭ উইকেটে হেরে যায়। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে প্রথম রান করেন রকিবুল হাসান। রকিবুল হাসান হচ্ছেন জাতীয় দলের তৃতীয় অধিনায়ক।
কায়সারই এগিয়ে
ঘরোয়া ফুটবলে বাংলাদেশের ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ গোল কার? এ পরিসংখ্যান বের করা মুশকিল হলেও বিভিন্ন পত্রিকার হিসাব অনুযায়ী ৮৪ থেকে ৯৬ পর্যন্ত লিগে তার গোলের সংখ্যা ১৫। এর মধ্যে অধিকাংশ গোলই তিনি করেছে কর্নার থেকে হেডে। তারপর পেনাল্টি শটে। ফ্রি কিক থেকেও গোল এসেছে কায়সারের পা থেকে।
টানা তিনবার
ফুটবলার মোনেম মুন্না ১৯৮৬ সালে ব্রাদার্স ইউনিয়ন থেকে ঢাকা আবাহনীতে যোগ দেন। এরপর তিনি আর অন্য দলে যোগ দেননি। ’৯০ সালে মুন্না ইস্ট বেঙ্গলে খেলে কলকাতা কাঁপিয়েছিলেন। বাংলাদেশের আর কোনো ফুটবলার ভারতে এতটা জনপ্রিয়তা পাননি। ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ টানা তিন বছর তিনি আবাহনীর অধিনায়ক ছিলেন। এর মধ্যে প্রথম দুইবার দলকে তিনি লিগ জেতান।
প্রথম শিরোপা
১৯৮২ সালে বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনার অভিষেক ঘটেছিল দিয়াগো ম্যারাডোনার। পরের আসরেই আর্জেন্টিনার নেতৃত্ব নেন তিনি। তার নেতৃত্বে চার বছর পর তারা বিশ্বকাপ উদ্ধার করে। তবে অধিনায়ক হিসেবে ম্যারাডোনার প্রথম শিরোপা ছিল ১৯৯০ সালে। ১৯৭৯ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব যুব ফুটবলে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল।