আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার জীবনে বিতর্কের শেষ নেই। মামলা-মোকদ্দমা তার নামে বহু আছে। বিতর্কিত জীবন থেকে তিনি যেন বের হতেই পারছেন না। একটা শেষ হলে শুরু হয় আরেকটা। ৫৩ বছর বয়সী এই আর্জেন্টাইন কিংবদন্তি এবার সাংবাদিককে থাপ্পড় মারলেন। গত শনিবার আর্জেন্টাইন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তার স্ত্রী ভেরোনিকা ওজেদা এবং ছেলে দিয়েগো ফার্নান্দোও তখন পাশে ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একজনের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে থাপ্পড় মারেন। যে ঈশ্বরের হাত দিয়ে তিনি ১৯৮৬ সালে বিশ্বকাপে গোল করে আর্জেন্টিনাকে জয় উপহার দিয়েছিলেন, সে হাত দিয়েই এমন কাজ করলেন! অবশ্য বিতর্ক ম্যারাডোনার জীবনে নতুন কিছু নয়। এই তালিকাটা আরও একটু দীর্ঘ হলো মাত্র। তবে ম্যারাডোনার এই ধরণের আচরণ ভক্তদের মনে আগেও অনেক কষ্ট দিয়েছে।