দাবার সাবেক চ্যাম্পিয়ন রাশিয়ান গ্যারি ক্যাসপারভ বিশ্ব দাবা ফেডারেশনের [ডাব্লিউসিএফ] শীর্ষ পদের লড়াইয়ে নেমেছেন। ডাব্লিউসিএফ'র বর্তমান প্রধান স্বদেশি সাবেক আরেক দাবা চ্যাম্পিয়ন কিরসান লুমজহিনোভ। তিনি গত ১৯ বছর ধরে এ পদে আসীন রয়েছেন।
নরওয়ের আর্কটিক শহর ট্রমসোতে বর্তমানে দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এর এক ফাঁকে ডাব্লিউসিএফ'র শীর্ষ পদের জন্য শোডাউন করবেন ক্যাসপারভ ও কিরসান।
কিরসানকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে দেখে থাকে তার সমালোচকেরা। এমনকি তাকে ক্রেমলিনের পুতুল হিসেবেও দাবি করে সমালোচকদের কেউ কেউ।
অপরদিকে, গ্যারি ক্যাসপারভ একজন বড় ধরনের মানবাধিকার কর্মী এবং পুতিনবিরোধী।