জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইতিহাস বিভাগের শিক্ষকদের বিয়ের নিমন্ত্রণ দিলেন মুশফিকুর রহিম। জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যানসহ সকল শিক্ষকের হাতে তার বিয়ের নিমন্ত্রণ পত্র তুলে দেন। এরপর তিনি উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের হাতে তার নিমন্ত্রণ পত্র দেন। উপাচার্য মুশফিকুর রহিমের বিয়ের দাওয়াত অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেন। এসময় তিনি মুশফিকুরকে আশীর্বাদ করেন এবং তাকে শুভকামনা জানান।
জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন মুশফিকুর রহিমের বাবা মাহাবুব হামিদ ও মা রহিমা খাতুন।
উল্লেখ্য, মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র। সম্প্রতি তিনি এই বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।