আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মান স্ট্রাইকার মিরাস্লাভ ক্লোসা।
আজ সোমবার তিনি এ অবসরের ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপের পাশাপাশি তিনি জার্মানিরও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই জার্মান তারকা।
কিছুদিন আগেই ৩৬ বছর বয়সী ক্লোসা বলেছিলেন যে, ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলে যেতে চান জার্মানির জার্সি গায়ে। কিন্তু সোমবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন তিনি।
আজ সোমবার জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের মারফত একটি লিখিত বিবৃতিতে এদিন ক্লোজে জানিয়েছেন, ‘ ছোটবেলার থেকেই স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতার। ব্রাজিলে সেটা সম্ভব হয়েছে। জার্মান ফুটবলের বড় সাফল্যে নিজের অবদান রাখতে পেরে আমি গর্বিত। আমার কাছে জাতীয় দলের অধ্যায় শেষ করার এর থেকে ভাল সময় হয় না।’
দেশের হয়ে ১৩৭টি ম্যাচ খেলে ৭১টি গোল রয়েছে ক্লোসার। সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিলের রোনান্ডোর ১৫ গোলের রেকর্ড ভেঙে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।এছাড়া গত জুন মাসে গার্ড মুলারের ৬৮টি গোলের রেকর্ড ভেঙেছিলেন তিনি।