পেশাদার লিগে দর্শক হচ্ছে না। বড় বড় ম্যাচগুলোতেও গ্যালারি থাকছে ফাঁকা। এ জন্য অনেকে বলেন, ফুটবলের জনপ্রিয়তা বাংলাদেশে আর নেই। না, এই ধারণা যে ভুল ছিল তা প্রমাণিত হয়েছে দুনিয়া কাঁপানো বিশ্বকাপের সময়। ব্রাজিলে খেলা হয়েছে কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল তাতে মনে হচ্ছিল বাংলাদেশেই যেন বিশ্বকাপ হচ্ছে। সত্যি কথা বলতে কী বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যে জোয়ার সৃষ্টি হয় তা বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দেশেই হয় না। ২০১১ সালে লিওনেল মেসি ঢাকায় এসে অবাক হয়ে গিয়েছিলেন গ্যালারি ভরা দর্শক দেখে। তিনি বলেছিলেন, এ দেশের মানুষ ফুটবলকে এত ভালোবাসেন তা ভাবতেই পারেনি। আসলেও বাংলাদেশ ফুটবল পাগল দেশ। এ কথা ঠিক, মানের দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। আগেও যে আহামরি মান ছিল বলা যাবে না। কিন্তু গ্যালারিতে উপচেপড়া দর্শক সমাগম হতো ঠিকই।
যে খেলা নিয়ে এত উন্মাদনা সে খেলার মান বাড়ানো তো খুবই জরুরি। ক্রিকেটেও এক সময় মান ছিল না। বাংলাদেশের আগে কেনিয়া তো বটেই সংযুক্ত আরব আমিরাত এমনকি নেদারল্যান্ডসও বিশ্বকাপ খেলেছে। পরিকল্পনা নিয়ে এগিয়েছে বলে দেশের ক্রিকেটাররা বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছেন। ফুটবলও যদি পরিকল্পনা করে এগিয়ে নেওয়া যায় তাহলে এই খেলাতেও প্রশংসা পাওয়া সম্ভব। বাফুফে কিন্তু বসে নেই, তারা চেষ্টা চালাচ্ছে কীভাবে এ খেলার মান বাড়ানো যায়। এই ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। বিশ্ব ফুটবলে যারা উন্নয়ন ঘটিয়েছে এর পেছনে অঢেল অর্থ খরচ করেছে। সরকার থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছে তারা। কিন্তু দুর্ভাগ্য বলতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ফিফা, এএফসি বা সরকার থেকে যে সামান্য অনুদান পাচ্ছে তা নিয়েই কাজ করতে হচ্ছে। বাংলাদেশের প্রখ্যাত ফুটবলাররা এক বাক্যে স্বীকার করেছেন এত সামান্য ফান্ডে কখনো ফুটবলে বর্তমান দুর্দশা দূর করা সম্ভব না। এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যে ফুটবলকে কোনো ফান্ড বা সহযোগিতা করছে না তাও বলা যাবে না। কিন্তু এ দিয়ে বড় ধরনের কোনো পরিকল্পনা নেওয়া সম্ভব নয়। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তাই ফুটবল উন্নয়নে সরকারের কাছে প্রতিবছর ৩৭ কোটি টাকা চেয়ে চিঠিও দিয়েছেন। তবে এ বরাদ্দ তিনি চার কিংবা পাঁচ বছরের জন্য চেয়েছেন। এই অর্থ বাংলাদেশের মতো দরিদ্রতম দেশের কাছে বিশাল হতে পারে। কিন্তু প্রকৃত মান বাড়াতে হলে বছরে এই অর্থও আবার কিছুই না। বিশ্বকাপ চলাকালে দেশের বিশিষ্টজনরা টকশোতে বলেছেন, সরকার তো অনেক খাতেই অঢেল অর্থ খরচ করছে। কিন্তু ফুটবলের মতো জনপ্রিয় খেলাতে অর্থ দিতে বাধাটা কোথায়? কেউ কেউ বলেছেন সরকার কেন, দেশের এমনও ব্যবসাপ্রতিষ্ঠান আছে যারা ফুটবলের ফান্ডের জন্য যথেষ্ট। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা আবেদন করেছি। এখন অপেক্ষায় আছি সরকার আমাদের কী পরিমাণ অর্থ দেয়।’ এটা ঠিক হুট করেই প্রতিবছর ৩৭ কোটি টাকা পাওয়া যাবে না। এখানে সরকারকে অনেক নিয়মনীতি রক্ষা করে এগোতে হবে। হোক না দেরি, তবু ফুটবলের আবেদন যেন নাকচ না করে দেন এ বক্তব্য অনেকেরই। হয়তো যা চেয়েছে তা পুরোটা দেওয়া সম্ভব না। কিন্তু সরকারের বরাদ্দের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করলে ফুটবল উন্নয়নে বাফুফে ভালোমতো কাজ করতে পারবে। সরকার ফান্ড দেবে এ জন্য অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। উন্নত দেশের কথা বাদই দিলাম। প্রতিবেশি ভারত ফুটবলে এখন এভাবেই এগুচ্ছে। তাদের সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
শিরোনাম
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
সরকারের দিকে চেয়ে বাফুফে
ফুটবল উন্নয়নে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
৪ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার