পেশাদার লিগে দর্শক হচ্ছে না। বড় বড় ম্যাচগুলোতেও গ্যালারি থাকছে ফাঁকা। এ জন্য অনেকে বলেন, ফুটবলের জনপ্রিয়তা বাংলাদেশে আর নেই। না, এই ধারণা যে ভুল ছিল তা প্রমাণিত হয়েছে দুনিয়া কাঁপানো বিশ্বকাপের সময়। ব্রাজিলে খেলা হয়েছে কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল তাতে মনে হচ্ছিল বাংলাদেশেই যেন বিশ্বকাপ হচ্ছে। সত্যি কথা বলতে কী বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যে জোয়ার সৃষ্টি হয় তা বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দেশেই হয় না। ২০১১ সালে লিওনেল মেসি ঢাকায় এসে অবাক হয়ে গিয়েছিলেন গ্যালারি ভরা দর্শক দেখে। তিনি বলেছিলেন, এ দেশের মানুষ ফুটবলকে এত ভালোবাসেন তা ভাবতেই পারেনি। আসলেও বাংলাদেশ ফুটবল পাগল দেশ। এ কথা ঠিক, মানের দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। আগেও যে আহামরি মান ছিল বলা যাবে না। কিন্তু গ্যালারিতে উপচেপড়া দর্শক সমাগম হতো ঠিকই।
যে খেলা নিয়ে এত উন্মাদনা সে খেলার মান বাড়ানো তো খুবই জরুরি। ক্রিকেটেও এক সময় মান ছিল না। বাংলাদেশের আগে কেনিয়া তো বটেই সংযুক্ত আরব আমিরাত এমনকি নেদারল্যান্ডসও বিশ্বকাপ খেলেছে। পরিকল্পনা নিয়ে এগিয়েছে বলে দেশের ক্রিকেটাররা বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছেন। ফুটবলও যদি পরিকল্পনা করে এগিয়ে নেওয়া যায় তাহলে এই খেলাতেও প্রশংসা পাওয়া সম্ভব। বাফুফে কিন্তু বসে নেই, তারা চেষ্টা চালাচ্ছে কীভাবে এ খেলার মান বাড়ানো যায়। এই ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। বিশ্ব ফুটবলে যারা উন্নয়ন ঘটিয়েছে এর পেছনে অঢেল অর্থ খরচ করেছে। সরকার থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছে তারা। কিন্তু দুর্ভাগ্য বলতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ফিফা, এএফসি বা সরকার থেকে যে সামান্য অনুদান পাচ্ছে তা নিয়েই কাজ করতে হচ্ছে। বাংলাদেশের প্রখ্যাত ফুটবলাররা এক বাক্যে স্বীকার করেছেন এত সামান্য ফান্ডে কখনো ফুটবলে বর্তমান দুর্দশা দূর করা সম্ভব না। এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যে ফুটবলকে কোনো ফান্ড বা সহযোগিতা করছে না তাও বলা যাবে না। কিন্তু এ দিয়ে বড় ধরনের কোনো পরিকল্পনা নেওয়া সম্ভব নয়। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তাই ফুটবল উন্নয়নে সরকারের কাছে প্রতিবছর ৩৭ কোটি টাকা চেয়ে চিঠিও দিয়েছেন। তবে এ বরাদ্দ তিনি চার কিংবা পাঁচ বছরের জন্য চেয়েছেন। এই অর্থ বাংলাদেশের মতো দরিদ্রতম দেশের কাছে বিশাল হতে পারে। কিন্তু প্রকৃত মান বাড়াতে হলে বছরে এই অর্থও আবার কিছুই না। বিশ্বকাপ চলাকালে দেশের বিশিষ্টজনরা টকশোতে বলেছেন, সরকার তো অনেক খাতেই অঢেল অর্থ খরচ করছে। কিন্তু ফুটবলের মতো জনপ্রিয় খেলাতে অর্থ দিতে বাধাটা কোথায়? কেউ কেউ বলেছেন সরকার কেন, দেশের এমনও ব্যবসাপ্রতিষ্ঠান আছে যারা ফুটবলের ফান্ডের জন্য যথেষ্ট। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা আবেদন করেছি। এখন অপেক্ষায় আছি সরকার আমাদের কী পরিমাণ অর্থ দেয়।’ এটা ঠিক হুট করেই প্রতিবছর ৩৭ কোটি টাকা পাওয়া যাবে না। এখানে সরকারকে অনেক নিয়মনীতি রক্ষা করে এগোতে হবে। হোক না দেরি, তবু ফুটবলের আবেদন যেন নাকচ না করে দেন এ বক্তব্য অনেকেরই। হয়তো যা চেয়েছে তা পুরোটা দেওয়া সম্ভব না। কিন্তু সরকারের বরাদ্দের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করলে ফুটবল উন্নয়নে বাফুফে ভালোমতো কাজ করতে পারবে। সরকার ফান্ড দেবে এ জন্য অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। উন্নত দেশের কথা বাদই দিলাম। প্রতিবেশি ভারত ফুটবলে এখন এভাবেই এগুচ্ছে। তাদের সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
শিরোনাম
- ধানমন্ডিতে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি : ডিএমপি
- ক্রিকেট ব্যাটে লুকানো ৫,১০০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক আটক
- চট্টগ্রামে পুলিশের ওপর হামলা; প্রধান আসামি গ্রেফতার
- ২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি
- বংশী নদীতে বসুন্ধরা শুভসংঘ সাভার শাখার নৌভ্রমণ অনুষ্ঠিত
- রাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- চরম অনাহারে গাজার ১০ লাখ নারী ও কিশোরী: জাতিসংঘ
- রাবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু, র্যাগিংয়ে 'জিরো' টলারেন্স
- প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা হামলার আসামি, বাদীকে হুমকি
- মার্কিন দূতাবাসের সতর্কবার্তা: অবৈধ অভিবাসন গুরুতর অপরাধ
- ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
- এশিয়া কাপের দলে নেই বাবর-রিজওয়ান, আছেন যারা
- রিজার্ভ চুরিতে জড়িত পাঁচ দেশের নাগরিক
- শাহরুখ পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ
- বিলের ধার থেকে গলাকাটা লাশ উদ্ধার
- ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনের আমৃত্যু কারাদণ্ড
- ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
- ঠাকুরগাঁও হাসপাতালে নেই অ্যান্টিভেনম, দুই সপ্তাহে ৬ জনের মৃত্যু
সরকারের দিকে চেয়ে বাফুফে
ফুটবল উন্নয়নে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর