ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে যোগ দিয়েই পরিবর্তনের আভাস দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। তার প্রথম টার্গেট আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের উন্নতি সাধন। তবে তিনি বেশি আগ্রহী ক্যারিবীয় তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করতে। লয়েড বলেন, 'আমাদের ক্রিকেটে অনেক মেধা রয়েছে। কিন্তু আমরা তা ভালোভাবে ব্যবহার করতে পারি না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কেমন যেন একটা ঝিমিয়ে পড়া ভাব এসেছে। আমার কাজ হচ্ছে, ক্রিকেট থেকে এই মনমরা ভাবটা দূর করা। খেলায় অবশ্যই গতি থাকতে হবে।' তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে লয়েড বলেন, 'আমার অনূর্ধ্ব-১৯ লেভেলে অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে। তাদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।
আমি মনে করি, ক্রিকেটের কাঠামোতে অনেক পরিবর্তন আনতে হবে। তরুণ ক্রিকেটারদের নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। ক্রিকেটের মনমরা ভাবটা বেশি দিন স্থায়ী হতে পারে না।'
ক্লাইভ লয়েডের সময়টা ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগ। বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা ছিল ক্যারিবীয় দলে। টেস্ট ক্রিকেটে একক আধিপত্য ছিল ক্যারিবীয়দের। আর এখন টেস্ট ক্রিকেটে আট নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ। এমন অবস্থার উন্নতিই লয়েডের মুখ্য উদ্দেশ্য। তিনি বলেন, 'আমার ভাবতেই অবাক লাগে যে, আমরা টেস্টের তলানিতে এখন। অথচ আমাদের কাছে অনেক মেধা রয়েছে। এখনই সময় এই তরুণদের ভিতর থেকে সেরা তারকা তৈরি করা। যারা আগামীতে ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দেবে।'
টেস্ট ক্রিকেটে এখন ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স খুবই হতাশাজনক। এমন অবস্থা থেকে পরিত্রাণের উপায় খোঁজার কথা বলেছেন লয়েড। তিনি বলেন, 'ক্রিকেটের আসল জায়গাই টেস্ট ক্রিকেট। এখানে অনেক বেশি মনোযোগী হতে হবে। দুই ইনিংসেই দ্রুত অলআউট হতে হবে কেন? দীর্ঘ সময় খেলার সক্ষমতা থাকতে হবে। আর ক্লোজ ম্যাচগুলোতে আরও কৌশলী হতে হবে। হারার আগেই হেরে বসে থাকলে তো আর হবে না।'