অমলেশের রেকর্ড
আবাহনীতে যোগ দেওয়ার পর অমলেশ সেন আর অন্য দলে যাননি। অবসর নেওয়ার পর প্রশিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ সময় ধরে আবাহনীর কোচের দায়িত্ব পালন করছেন। অনেকে হয়তো জানেন না, কোচ হিসেবে লোকাল ফুটবলে তিনি বিরল এক রেকর্ড সৃষ্টি করেছেন। পেশাদার লিগে প্রথম টানা তিনবার আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল মূলত তারই প্রশিক্ষণে।
দ্রুততম গোল
ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে একেবারে শেষ মুহূর্তে গোলের রেকর্ড তোতার। অন্যদিকে, আবার লিগের দ্রুততম গোলের রেকর্ড এমেকার। ১৯৮৮-৮৯ মৌসুমে প্রিমিয়ার লিগে আদমজীর বিপক্ষে মোহামেডানের নাইজেরিয়ান এ ফুটবলার গোলটি করেন। রেফারির বাঁশি বাজার মাত্র ১১ সেকেন্ডের মধ্যে সেন্টার থেকে সরাসরি গোলটি করেন তিনি।
এই প্রথম
আগে কলকাতা থেকে বিদেশি ফুটবলাররা ঢাকা লিগে খেলতে আসতেন। এমেকা, চিমা, চিবুজা ছাড়াও কমপক্ষে ২০ জন বিদেশি ফুটবলার প্রথমে কলকাতা লিগ খেলে ঢাকা খেলে গেছেন। কখনো ঢাকায় প্রথম খেলে পরে কলকাতা গেছেন এমন বিদেশির নাম খুঁজে পাওয়া যাবে না। শেখ জামালের সনি নর্দেই হচ্ছেন প্রথম বিদেশি যিনি প্রথমবার ঢাকায় খেলে কলকাতায় চুক্তিবদ্ধ হলেন।