আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট অল রাউন্ডার র্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছেন সাকিব আল হাসান। তিনি এখন আছেন তিন নম্বরে। অপরদিকে আবারো টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে উঠে এলেন শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা।
সাকিব সর্বশেষ টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ফেব্রুয়ারিতে। তারপরও বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই নম্বরে ছিলেন দেশ সেরা এ অল-রাউন্ডার।
এবার তাকে টপকে দুই নম্বরে চলে এসেছেন দ. আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। সাকিবের অর্জিত রেটিং পয়েন্ট ৩৬৪ আর ফিল্যান্ডারের ৩৬৫। এ ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন প্রায় আট মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৩৭২।
সাকিব ওয়ানডে অল-রাউন্ডারের র্যাংকিংয়ে রয়েছেন দুইয়ে। শীর্ষে রয়েছেন পাকিস্তানি মোহাম্মদ হাফিজ। ওয়ানডে অল-রাউন্ডারের ক্যাটাগরিতে সাকিবের অর্জিত রেটিং পয়েন্ট ৩৭১, যেখানে হাফিজের ৪১৭।