সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে 'গোল্ডেন বুট' জয়ী কলম্বিয়ার ফরোয়ার্ড জেমস রদ্রিগেজের অভিষেক ঘটছে রিয়াল মাদ্রিদে। আজ উয়েফা সুপার কাপে সেভিল্লার বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচেই অভিষেক হচ্ছে রদ্রিগেজের। গত মাসে প্রায় ৭১ মিলিয়ন পাউন্ড ফিতে মোনাকো থেকে রিয়ালে যোগ দেন কলম্বিয়ার এই তারকা খেলোয়াড়। খবর বিবিসির
জার্মানির বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় টনি ক্রসেরও আজ রিয়ালের হয়ে অভিষেক হচ্ছে। এদিকে, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন।