সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই কোনো চাপ নেই। আর এই সুযোগে ভারতীয় বোলারদের বিরুদ্ধে যেন ব্যাটিং প্রাকটিসটা সেরে নিচ্ছেন অসি ব্যাটসম্যানরা! সিডনি টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি আদায় করে নিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। আউট হওয়ার আগে ১১৪ বলে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তবে আরেক ওপেনার ক্রিস রজার্স মাত্র ৫ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। দিন শেষে দুই উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪৮ রান। উইকেটে ৮২ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, ৬১ রানে ব্যাট করছেন শেন ওয়াটশন। ৪৫ ও ৪৬তম ওভার দুটি ছাড়া পুরো দিনটাই ছিল অস্ট্রেলিয়ার। গতকাল অস্ট্রেলিয়ার শুরুটাই ছিল দুর্দান্ত। দুই ওপেনারের উদ্বোধনী জুটিতেই আসে ২০০ রান। সেঞ্চুরি পূরণ হওয়ার পর ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিনের করা ওভারে মুরালি বিজয়ের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান ডেভিড ওয়ার্নার। পরের ওভারেই নার্ভাস নাইটির ফাঁদে পড়েন আরেক ওপেনার রজার্স। এরপর দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন স্মিথ ও ওয়াটশন। হাফ সেঞ্চুরি করেছেন দুই ব্যাটসম্যানই। তাদের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ১৪৪ রান।