দিয়েগো সিমিওনের অধীন অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সা-রিয়ালের দীর্ঘদিনের আধিপত্য শেষ করেছে গত মৌসুমেই। তবে এরও কয়েক মৌসুম আগে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের জলুস দেখিয়ে চলছিল। চলতি মৌসুমেও একই ধারা ধরে রেখেছে সিমিওনের শিষ্যরা। সাম্প্রতিক বছরগুলোতে ‘মাদ্রিদ ডার্বি’ তাই নতুন করে উন্মদনার ঝড় তুলেছে। চলতি মৌসুমেই যেমন লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের আধিপত্য ধরে রেখেছে। বর্তমান ফলাফলগুলো ‘মাদ্রিদ ডার্বি’কে ‘এল ক্লাসিকো’র উত্তেজনার খোরাক বানিয়েছে। আজ বছরের প্রথম মাদ্রিদ ডার্বি খেলতে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। ভিসেন্ট ক্যালডেরনে অ্যাটলেটিকোর অতিথি আজ রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে কাপের ফাইনালে দুই মৌসুম আগে মুখোমুখি হয়েছিল রিয়াল-অ্যাটলেটিকো। সেবার রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সব মিলিয়ে কোপা দেল রে কাপে হেড-টু-হেডে এগিয়ে রিয়াল মাদ্রিদই। ৪০ বারের সাক্ষাতে ১৭ বারই জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে ১০ বার। তাছাড়া গত মৌসুমে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে দুই লেগে ৫-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে দলকে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তুলেছেন কার্লো আনসেলত্তি। তবে বছরের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে রিয়াল মাদ্রিদ কিছুটা বিপদেই আছে। অন্তত অ্যাটলেটিকো মাদ্রিদের মতো কঠিন দলের মুখোমুখি হওয়ার আগে এ ধরনের পরাজয় দলকে কিছুটা হলেও নার্ভাস রাখবে। বিপরীত দিকে অ্যাটলেটিকো মাদ্রিদ বছরের প্রথম ম্যাচে লেভেন্তেকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনাই করেছে। কেবল কোপা দেল রে কাপ নয়, চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ফেবারিট মাদ্রিদের দুই ক্লাব। তবে কোপা দেল রে কাপে শেষ ষোলতেই হচ্ছে মাদ্রিদ ডার্বি। কেবল তাই নয়, মাদ্রিদ ডার্বি পাড়ি দিলেও কোয়ার্টার ফাইনালে থাকছে বার্সেলোনা। চলতি মৌসুমে মাদ্রিদের দুই ক্লাবের পক্ষে কোপা দেল রে কাপ জয় করা কিছুটা কঠিন বটে! দেখা যাক, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে কোনো ক্লাব এই চ্যালেঞ্জে বিজয়ী হিসেবে সামনে এগুতে পারে। তবে আজকে ম্যাচ জিতলে আনসেলত্তি এবং দিয়েগো সিমিওনে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবেন। আজ কোপা দেল রে কাপের শেষ ষোলতে মুখোমুখি হচ্ছে ভিলারিয়াল-রিয়াল সুসিদাদ, ভ্যালেন্সিয়া-এসপানিয়ল এবং আলমেরিয়া-গেটাফেও। কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়া মুখোমুখি হতে পারে গ্রানাডা অথবা সেভিয়ার। ভিলারিয়াল শেষ ষোল পাড়ি দিতে পারলে কোয়ার্টার ফাইনাল খেলবে আলমেরিয়া অথবা গেটাফের সঙ্গে।
শিরোনাম
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
বছরের প্রথম মাদ্রিদ ডার্বি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর