সামনেই অস্ট্রেলিয়া ওপেন। ফেবারিট তারকারা বছরের প্রথম গ্র্যান্ডস্লাম জয় করার জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত। রুশ কন্যা মারিয়া শারাপোভাও ব্যস্ত আছেন প্রস্তুতিতে। তিনি ব্রিসবেন ইন্টারন্যাশনালে শীর্ষ বাছাই হিসেবে অংশ নিচ্ছেন। দ্বিতীয় রাউন্ডে কাজাখস্তানের সভেদোভাকে ৬-০, ৬-১ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। মারিয়া শারাপোভা শেষ আটে মুখোমুখি হতে পারেন স্পেনের কার্লা সুয়ারেজ কিংবা ক্রোয়েশিয়ার মিরিয়ানা লুচিচের। বছরের শুরুতেই দুর্দান্ত খেলেছেন মারিয়া শারাপোভা। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি দারুণ খুশি। বলছেন, 'কয়েক মাস পর কোর্টে ফিরে আমি নিজেকে দারুণ সুখী মনে করছি। এই সময়ের মধ্যে আমি কেবল অনুশীলনই করেছি। ম্যাচের অনুভব পাওয়ার জন্য এমন কোনো কোর্টে খেলতে নামিনি। এ কারণেই আমি শুরুটা দারুণভাবে করতে চেয়েছিলাম। চেষ্টা করছিলাম সবচেয়ে ভালো কিছু করার। আর আমি তা পেরেছিও।' অস্ট্রেলিয়া ওপেন জয়ের লক্ষ্যেই তিনি প্রস্তুতি নিচ্ছেন এবার। ব্রিসবেন ইন্টারন্যাশনালে মেয়েদের এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন, জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবার, ইউক্রেনের এলিনা সভিতোলিনা এবং যুক্তরাষ্ট্রের বারবারা। অ্যাঞ্জেলিক কারবার দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার আয়লাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন। পুরুষ এককে ব্রিসবেনে শীর্ষ বাছাই হিসেবে অংশ নিচ্ছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার।