ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপ দল ঘোষণা করে চমকই দিল। বলতে গেলে একেবারেই আনকোড়া স্টুয়ার্ট বিনিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলে রেখেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গতকাল ভারত তাদের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে। এই দলে আছেন ইনজুরি আক্রান্ত রবীন্দ্র জাদেজা। তবে মৃত্যুর সঙ্গে লড়ে ক্রিকেটে ফিরে আসা যুবরাজ সিংকে দলে রাখেননি নির্বাচকরা। যুবরাজ রঞ্জি ট্রফিতে দারুণ খেলছেন। ৩০ জনের প্রাথমিক দলেও ছিলেন তিনি। তবে চূড়ান্ত দলে ঠাঁই হলো না ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের। ইনজুরি আক্রান্ত ইশান্ত শর্মাও বিশ্বকাপ দলে স্থান পেয়েছেন। অথচ তিনি ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে খেলতে পারেননি। ধোনির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বিরাট কোহলি। অক্ষয় প্যাটেলও ভারতের চমক। ভারতীয় দলে আছেন পাঁচজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, দুজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান, তিনজন অলরাউন্ডার, দুজন বাঁ হাতি স্পিনার, একজন মিডিয়াম পেসার, চারজন পেসার এবং একজন স্পেশালিস্ট স্পিনার। ইনজুরি আক্রান্ত রবীন্দ জাদেজাকে দলে রাখার বিষয়ে বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় প্যাটেল বলেন, 'জাদেজা বর্তমানে পুনর্বাসন প্রোগ্রামে আছেন।
ভারতের বিশ্বকাপ দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আমবাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, অক্ষয় প্যাটেল, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও স্টুয়ার্ট বিনি।