সিডনি টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫৭২ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পরে ব্যাট করতে নেমে রাহুল ও কোহলির জোড়া সেঞ্চুরিতে জবাবটা ভালোই দিচ্ছে ভারত। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩৪২ রান। এখনো অস্ট্রেলিয়ার চেয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারীরা। ১৪০ রানে করে অপরাজিত ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
এডিলেড, ব্রিসবেন, মেলবোর্নের পর সিডনিতেও সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। তবে অধিনায়কের মতো টানা চার ম্যাচে সেঞ্চুরি থাকলেও সিরিজে ইতিমধ্যে চার সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এডিলেডে দুই ইনিংসেই তার শতক রয়েছে। তবে ব্রিসবেনে সেঞ্চুরি নেই। এরপর মেলবোর্ন এবং সিডনিতে টানা দুই সেঞ্চুরি। কাল কোহলির সেঞ্চুরিতেই অস্ট্রেলিয়ার রানের পাহাড় লক্ষ্য করে ভালোই জবাব দিচ্ছে ভারত। কাল প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। দ্বিতীয় ম্যাচেই চমক দেখালেন ভারতের এই তরুণ ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৫৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা হয়েছিল খুবই বাজে। দলীয় খাতায় কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফিরে যেতে হয় মুরালি বিজয়কে। তারপর দ্বিতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন। হাফ সেঞ্চুরি করার পর রোহিত আউট হয়ে গেলেও ঠিকই সেঞ্চুরি আদায় করে নেন রাহুল। ২৬২ বল মোকাবিল করে ১১০ রান করেন তিনি। কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে তিনি ১৪১ রানের অসাধারণ এক পার্টনারশিপ গড়েন। মূলত এই দুই জুটিই ভারতকে বড় ইনিংসের পথ দেখায়। রাহুলের বিদায়ের পর অবশ্য দ্রুতই সাজঘরের ফিরে যান রাহানে ও রায়না। তবে একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান কোহলি। অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও শেন ওয়াটসন দুটি করে উইকেট নিয়েছেন।