জয়ের কথা যেন ভুলেই গেছে রিয়াল মাদ্রিদ। গত বছরের দুর্দান্ত রিয়াল নতুন বছরে যেন ছায়া। হারের ট্রাক থেকে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না দলটি। কাল কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে। রিয়ালকে ২-০ গোলে হারের তিলক পরিয়ে দিয়েছে দিয়াগো সিমিওনের দল।
এ বছর টানা তিন ম্যাচ হেরেছে। এর মধ্যে রয়েছে এসি মিলানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ। লা লিগার একটি ম্যাচ। কাল হেরেছে কোপা দেল রেতে। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কাল অনেক বেশি আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে অ্যাথলেটিকো। কার্লোস আনচেলোত্তির রিয়াল খেলেছে বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। অ্যাথলেটিকো খেলতে নামে ফার্নান্দো তোরেসকে নিয়ে। অবশ্য রোনালদো খেললেও লা ব্ল্যাঙ্কোসদের কাল ছন্দহীন মনে হয়েছে। তবে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইউরো সেরা ক্লাবটি। ১৩ মিনিটে একটি গোলও করেছিল রিয়াল। দলের ওয়েলস স্ট্রাইকার গেরেথ বেলের করা গোলটি রেফারি অফসাইড বলে বাতিল করে দেন। প্রথমার্ধে কোনো গোল না হলেও প্রাধান্য ছিল রিয়ালের। দ্বিতীয়ার্ধে খোলস ভেঙে খেলতে শুরু করে অ্যাথলেটিকো। ৫৮ মিনিটে এগিয়ে যায় দলটি। পেনাল্টি থেকে গোল করেন লুইস গার্সিয়া। ৭৯ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন জোসে সিমেন্স অসাধারণ এক হেডে। হারায় শিষ্যদের দোষারোপ করেননি আনচেলোত্তি, 'আমরা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমরা হেরেছি অ্যাথলেটিকোর মাঠে।' জিতে সন্তুষ্ট অ্যাথলেটিকো কোচ সিমিওন সমীহই করছেন রিয়ালকে, 'আমরা দুর্দান্ত একটি দলকে হারিয়েছি। প্রথম পর্বে আমরা জিতলেও দ্বিতীয় পর্বের খেলা বাকি। সেখানে ঘুরে দাঁড়াতে পারে রিয়াল।'