ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ রংপুর বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় লালমনিরহাট চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমনিরহাট ১১১ রানে ঠাকুরগাঁওকে হারায়। প্রথমে টস জিতে লালমনিরহাট দল ব্যাটিং বেছে নেয়। লালমনিরহাট দল ৪১.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রান করে। লালমনিরহাটের সোহেল রানা ৩৮ এবং হৃদয় ৩৫ রান করে। ঠাকুরগাঁওয়ের রাজিব ২৫ রানে ৩টি এবং সোহরাব ২৭ রানে ৩ টি করে উইকেট নেয়। জবাবে ঠাকুরগাঁও ২১.৪ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান তোলে। ঠাকুরগাঁওয়ের শিশির ১৫ রান করে। লালমনিরহাটের সোহেল রানা ৯ রানে ৩টি, মেজবাহ ১৩ রানে ৩টি এবং লিপু ১২ রানে ২টি উইকেট পান। ফাইনাল খেলায় লালমনিরহাটের সোহেল রানা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জি: আবু সালেহ মো. সাঈদ দুলাল। বিশেষ অতিথি ছিলেন, মহিলা সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নুর মো. শামসুজ্জামান। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও অনূর্ধ্ব ১৬ দল অংশগ্রহণ করে।