ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন বাংলাদেশি স্পিনার সোহাগ গাজী। আগামী ২৪ জানুয়ারি চেন্নাইয়ে শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বাংলাদেশের এই স্পিনারের পরীক্ষা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ‘সব ঠিকঠাক থাকলে ২৩ জানুয়ারি ভারতে যাবেন সোহাগ গাজী। পরদিন তার বোলিং অ্যাকশন পরীক্ষা হবে। কিছুদিন আগে আমরা সোহাগ গাজীর পরীক্ষা নেওয়ার জন্যে আইসিসির কাছে চিঠি পাঠাই। আইসিসি ২৪ জানুয়ারি পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করে।’
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ চলাকারে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলে আইসিসি। এরপর ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সোহাগ। আর সেই বোলিং বিশ্লেষণ করে গত ৮ অক্টোবর আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করে।
আইসিসির নিয়মানুযায়ী ১৫ ডিগ্রির মধ্যে বাহু সম্প্রসারণ বা সংকোচন করার অধিকার দেওয়া হয়েছে বোলারদের। কিন্তু গাজীর সব ধরনের ডেলিভারি ১৫ ডিগ্রির ওপরে, যা কার্ডিফের পরীক্ষায় ধরা পড়ে। কিছু ডেলিভারি ৩০ ডিগ্রির ওপরে ছিল বলেও বিসিবিকে জানায় আইসিসি।
আইসিসির বোলিং অ্যাকশন রিভিউয়ের নীতি অনুযায়ী, বোলিং অ্যাকশনের দ্বিতীয় দফা পরীক্ষায় অ্যাকশন শোধরাতে না পারলে আগামী এক বছর বোলিং করতে পারবেন না সোহাগ গাজী। এমনকি এ সময়ে কোন পরীক্ষাও দিতে পারবেন না।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব