অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ।
এতদিন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন ব্র্যাডম্যান। কিন্তু এখন স্টিভেন স্মিথ। শুক্রবার সিডনি টেস্টে ৭১ রান করে রেকর্ডটি ছাড়িয়ে যান স্মিথ। চলতি সিরিজে স্টিভেন স্মিথের রান ৭৬৯। অন্যদিকে ১৯৪৭/৪৮ মৌসুমে ৫ টেস্টে ৭১৫ রান করেন ব্র্যাডম্যান।
সিডনি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর মাধ্যমে টানা চার টেস্টে সেঞ্চুরির রেকর্ডও গড়েন স্মিথ। এর আগে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস টানা চার টেস্টে চারটি সেঞ্চুরি হাঁকান। ২০০৩-২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিগুলো করেছিলেন ক্যালিস।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব