ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ রাউন্ড শেষ হওয়ার পর ম্যানচেস্টার সিটি এবং চেলসি যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। এই তালিকায় আজ একটা পরিবর্তন আসতে পারে। দুই দল সমান্তরালে থাকার কারণ, ২০ ম্যাচে দুই দলেরই জয় ১৪টা করে। ড্র এবং পরাজয়ও সমান। এমনকি গোল ব্যবধানও সমান। দুই দলই প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ৪৪টা করে। গোল হজম করেছে ১৯টা করে। এমনকি নিজেদের মধ্যে একমাত্র লড়াইটা শেষ করেছে ১-১ গোলের ড্রতে। সমান্তরালে বসবাসের এই অবস্থাটা আজ বদলে যেতে পারে। একদিকে স্ট্যামফোর্ড ব্রিজে মরিনহোর চেলসি মুখোমুখি হচ্ছে নিউক্যাসলের। অন্যদিকে এভারটনের মাঠে অতিথি হিসেবে খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। জয়-পরাজয়ের হিসাব তো আছেই এমনকি আজ গোল ব্যবধানে পার্থক্য হলেও যে কোনো একদল এককভাবে শীর্ষস্থান দখল করবে। হোসে মরিনহো যে কোনো মূল্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করতে চান। গত মৌসুমে শিরোপার খুব কাছে গিয়েও জয় করতে পারেননি। ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত হয়েছিলেন। এবারও কি সেই ঘটনাই ঘটতে যাচ্ছে! ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল কয়েক মাস আগেও অনেকটা পেছনে ছিল পয়েন্ট তালিকায়। তবে টানা ম্যাচ জিতে চেলসিকে স্পর্শ করেছে তারা।