আসন্ন বিশ্বকাপের জন্য শুক্রবার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। প্রেসটন মমসেনকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এ বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন কাইল কোয়েতজার।
এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে স্কটিশরা। এর আগে তারা খেলেছিল ১৯৯৯ ও ২০০৩ সালের বিশ্বকাপে।
স্কটল্যান্ড চূড়ান্ত দল : প্রেসটন মমসেন (অধিনায়ক), কাইল কোয়েতজার, রিচি বেরিংটন, ফ্রেডেরিক কোলম্যান, ম্যাথু কওস (উইকেটরক্ষক), জোসুয়া ডেভি, আলাসদির ইভানস, হামিশ গার্ডিনার, মাজিদ হক, মাইকেল লিস্ক, ম্যাট মাচান, কালাম ম্যাকলিয়ড, সাফিয়ান শরিফ, রবার্ট টেইলর, লেইন ওয়ার্ডল।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/ রশিদা