নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণের মামলায় দু'দিনের মধ্যে জামিন পেলে বিশ্বকাপ দলে থাকতে পারেন জাতীয় দলের পেসার রুবের হোসেন। ফলে রুবেলকে বিশ্বকাপ খেলতে হলে সোমবারের মধ্যে জামিন নিতে হবে।
শনিবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রাজধানীর মিরপুর থানায় গত ১৩ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ এনে নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি রুবেলের বিরুদ্ধে মামলা করেন। এরপর গত ১৫ ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের জামিন দেন। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন রুবেল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব