গত বছর ইনজুরিতেই অনেকটা সময় কেটে গেছে রুশ কন্যা মারিয়া শারাপোভার। তারপরও চারটা এককের শিরোপা জিতেছিলেন তিনি। এর মধ্যে ছিল ফ্রেঞ্চ ওপেনের শিরোপাও। গত বছর যেমনই কাটুক, চলতি বছরটা জয় দিয়েই শুরু করলেন মারিয়া শারাপোভা। গতকাল ব্রিসবেন্ট ইন্টারন্যাশনালের ফাইনালে তিনি সার্বিয়ার আনা ইভানভিচকে ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন। প্রথম সেটে হেরে গেলেও পরের দুটি সেট সহজেই জিতেছেন শারাপোভা। আর সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়া ওপেন। ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করার জন্য প্রস্তুতিটা শেষ করলেন মারিয়া শারাপোভা। দেখা যাক, বছরের শুরুতেই সেরেনাদের টপকে যেতে পারেন কিনা রুশ কন্যা! এদিকে ভেনাস উইলিয়ামস অকল্যান্ড ওপেন জয় করেছেন। দীর্ঘদিন পর কোনো শিরোপা জিতলেন উইলিয়ামস পরিবারের বড় মেয়ে। তিনি ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকিকে ২-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন অ্যাকল্যান্ড ফাইনালে।