আগের দিন ইনিংস ঘোষণা না করলেও কাল আর ব্যাট হাতে নামেননি অসি ব্যাটসম্যানরা। হয়তো অধিনায়ক স্টিভেন স্মিথ ভারতকে মানসিকভাবে খানিকটা অস্বস্তিতে ফেলতেই সাতসকালে ইনিংস ঘোষণা করে দেন। সকালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিং রুমে যখন কোহলিরা মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই জানতে পারেন আর ফিল্ডিংয়ে নামতে হবে না। দ্রুত প্যাড পরে ব্যাট হাতে মাঠে নেমে যান দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল। ৩৪৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দিনের প্রথম দুই সেশনে তো অসি বোলারদের রীতিমতো শাসন করেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৬০ ওভারে ভারতের রান যখন ২ উইকেটে ১৭৭, তখন মনে হচ্ছিল সত্যিই নাটকীয় একটা কিছু ঘটতে যাচ্ছে হয়তো। কেননা ১৮০ বলে (৩০ ওভার) ১৭২ রান তো আর আহামরি কিছু নয়। তারপর হাতে রয়েছে ৮ উইকেট। তাই জয়ের ভাবনাটা চলেই এসেছিল ভারতীয় ভক্তদের মনে। কিন্তু কোহলি আউট হওয়ার পর মাত্র ১৬ রানের মধ্যে চার উইকেট হারায় ভারত। এরপর ড্র-ই হয়ে যায় ম্যাচটি। ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হয়েছেন অসি দলপতি স্টিভেন স্মিথ।
শেষ দিনে কোনো নাটকীয় ঘটনা ঘটেনি। তবে দুই দলের সামনেই ছিল হারের শঙ্কা। তাই এই ড্র-তে শুধু ভারত নয়, স্বস্তি পেয়েছে অস্ট্রেলিয়াও।
ম্যাচ শেষে স্মিথ বলেন, 'দিনটি খুবই কঠিন ছিল। আমাদের বোলার ঠিকমতো বাউন্স দিতে পারেননি। দুর্দান্ত ব্যাটিং করেছে ভারত। তবে সিরিজ জিতে অনেক ভালো লাগছে। আমি খুবই উপভোগ করেছি এই সিরিজটি।' ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'সিরিজটা আমাদের জন্য কঠিন লড়াই। আমরা চেষ্টা করেছি ভালো ক্রিকেট খেলতে। এডিলেড টেস্টের প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু প্রতিবারই অস্ট্রেলিয়া ভালোভাবে ম্যাচে ফিরে এসেছে। শেষ দুই টেস্টে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। সব মিলে এই সিরিজটা আমার কাছে ভালোই লেগেছে।'