সবারই ভিসা মিলেছে। আজ রাতেই দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ হকি দল মালয়েশিয়া যাচ্ছে। ১২ জানুয়ারি অনূর্ধ্ব-২১ ও পরের দিনই মালয়েশিয়া এ দলের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে। ১৪ জানুয়ারি ওয়ার্ল্ড হকি লিগ খেলতে কুয়ালালামপুর থেকে বাংলাদেশ দল সিঙ্গাপুরে রওয়ানা দেবে। দলীয় ম্যানেজার কামরুল ইসলাম কিসমত বলেন, মালয়েশিয়ার দুই প্রস্তুতি ম্যাচ ওয়ার্ল্ড হকি লিগে উপকারে আসবে। দলীয় কোচ মূল লড়াইয়ে মাঠে নামার আগে সমস্যাগুলো চিহ্নিত করতে পারবেন। শেষ মুহূর্তে গ্রুপে দল পরিবর্তন হওয়াতে বাংলাদেশ কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়ে গেছে। আগে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জাপান, পোল্যান্ড ও সিঙ্গাপুর। এখন সিঙ্গাপুরের বদলে কৃষ্ণাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে মেক্সিকাে। কিসমত বেশ ক্ষোভের সঙ্গে বলেছেন, কি কারণে শেষ মুহূর্তে মেক্সিকােকে গ্রুপে আনা হয়েছে তা আমাদের জানা নেই। ফিকশ্চার ও গ্রুপিং পরিবর্তন হলে দলগুলোকে এক সপ্তাহ আগে জানানোর নিয়ম থাকলেও আন্তর্জাতিক হকি ফেডারেশন কাউকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৭ জানুয়ারি বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। ১৮ মেক্সিকাে ও ২০ জানুয়ারি পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ লড়াইয়ে মুখোমুখি হবে। কিসমত বলেন, জাপানের সঙ্গে বেশ ক'বার খেলার অভিজ্ঞতা রয়েছে। তারা যথেষ্ট শক্তিশালী দল। গ্রুপে তাদেরকেই টপ ফেবারিট বলা যায়। তারপরও আমাদের লক্ষ্য থাকবে সাধ্যমতো ফাইট দেওয়া। পোল্যান্ড ও মেক্সিকাের সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। আশা করি দু'দলেরই বিপক্ষে বাংলাদেশ নৈপুণ্যতার স্বাক্ষর রাখবে।